নিষেধাজ্ঞা চলাকালে সেন্টমার্টিন দ্বীপের সুরক্ষায় নানা পদক্ষেপ

প্রবাল দ্বীপ সেন্টমার্টিন সুরক্ষায় নেয়া হচ্ছে নানা পদক্ষেপ-সুপ্রভাত

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার »

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে গেল শনিবার থেকে শুরু হয়েছে পর্যটক যাতায়াতে নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞা চলাকালে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন ৮ কিলোমিটার আয়তনের এই দ্বীপের সুরক্ষায় নানা পদক্ষেপ গ্রহণ করছে।
পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের উপপরিচালক মো. জমির উদ্দিন বলেন, সেন্টমার্টিনে নিষেধাজ্ঞার সময় কেউ যাচ্ছেন কি না, তা নজরদারিতে রাখা হবে। পাশাপাশি দ্বীপের সুরক্ষায় মাসব্যাপী কর্মসূচি পালন করবে পরিবেশ অধিদপ্তর। এই কর্মসূচিতে দ্বীপটিকে কয়েক ভাগে বিভক্ত করে প্লাস্টিক বোতলসহ ময়লা-আবর্জনা পরিষ্কারে অভিযান চালানো হবে। একই সময়ে জীববৈচিত্র্য রক্ষায় স্থানীয় লোকজনকে সচেতন করার পরিকল্পনাও রয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, সেন্টমার্টিন দ্বীপ সুরক্ষায় মাসব্যাপী যে কর্মসূচি, তা ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। পাশাপাশি পর্যটক যাতায়াত বন্ধের কারণে ক্ষতিগ্রস্ত স্থানীয় লোকজনের বিকল্প জীবিকার বিষয়টি ভেবে দেখা হচ্ছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনা ছিল, নভেম্বর মাসে পর্যটকেরা দ্বীপটিতে দিনে গিয়ে দিনে ফিরে আসবেন। তবে ডিসেম্বর ও জানুয়ারি-এ দুই মাসে দৈনিক দুই হাজার পর্যটকের জন্য সেন্টমার্টিন ভ্রমণ ও সেখানে রাত যাপনের সুযোগ রাখা হয়।
এদিকে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানিয়েছেন, সরকারের এমন সিদ্ধান্তে তারা ভালো নেই। দারিদ্র্যের কষাঘাতে দিনাতিপাত করছেন। এভাবে চলতে থাকলে পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকা কঠিন হয়ে পড়বে।