সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »
অবশেষে আইপিএলের নিলামের জন্য চ’ড়ান্ত তালিকা প্রকাশ করল বিসিসিআই। নিলামের জন্য মোট ১ হাজার ৫৭৪ জন ক্রিকেটার নাম নিবন্ধন করলেও শেষমেশ বিসিসিআই বেছে নিয়েছে ৫৭৪ জনকে। এর মধ্যে বাংলাদেশি আছেন ১২ জন। যদিও নাম নিবন্ধন করেছিলেন ১৩ জন। আইপিএলের নিলামে সাম্প্রতিক বছরগুলোর পরিসংখ্যান বিচারে এবারই সবচেয়ে বেশি বাংলাদেশি ক্রিকেটারের নাম উঠতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলোর সামনে। কোন কোন ক্রিকেটার নিলামের জন্য চ’ড়ান্ত হয়েছেন, তাদের মধ্যে কার ভিত্তিমূল্য কত- সবই এবার প্রকাশ করা হয়েছে। বেছে নেওয়া ৫৭৪ ক্রিকেটারের মধ্যে ভারতীয় ৩৬৬ জন, বিদেশি ২০৮ জন। সহযোগী দেশ থেকে আছেন ৩ ক্রিকেটার।
নিলামের ক্রিকেটারদের মধ্যে ৩১৮ জন ভারতীয় ও ১২ জন বিদেশি ক্রিকেটার এখনও আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি। নিলাম থেকে সর্বোচ্চ ২০৪ জন ভারতীয় ও ৭০ জন বিদেশি ক্রিকেটারকে কেনার সুযোগ রয়েছে। নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি টাকা, যে ভিত্তিমূল্য ৮১ জন ক্রিকেটারের।
আজ রোববার বাংলাদেশ সময় দুপুর দেড়টায় সৌদি আরবের জেদ্দায় শুরু হবে এবারের আইপিএলের মেগা নিলাম। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ২ কোটি রুপি ভিত্তিমূল্য মুস্তাফিজুর রহমানের, যিনি আইপিএলের সর্বশেষ আসরে একাধিকবার হয়েছিলেন পার্পল ক্যাপের মালিক। ১ কোটি রুপি ভিত্তিমূল্য মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান ও তাসকিন আহমেদের। এছাড়া অন্যান্যদের মধ্যে রয়েছেন রিশাদ হোসেন, লিটন দাস, তাওহীদ হৃদয়, শরিফুল ইসলাম, তানজিদ হাসান সাকিব, শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ ও নাহিদ রানা আছেন নিলামে, তাদের প্রত্যেকেরই ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপি করে।