সুপ্রভাত বিনোদন ডেস্ক »
গানেই প্রতিবাদ জানান সংগীতের আলোচিত জুটি তবীব মাহমুদ ও গাল্লি বয় রানা মৃধা। এবারও স্বরূপে পাওয়া গেলো। চলমান শিক্ষার্থীদের নিরাপদ সড়ক দাবির পক্ষে কথা বললেন তবীব। তুলে ধরলেন সড়কের নানা অনিয়মও।
নতুন গানের শিরোনাম ‘থামাও গতি’। বরাবরের মতোই কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর কথা ও সুর করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তবীব। আর সংগীতে ছিলেন শুভ্র রাহা।
গতকাল (২৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লিরিক ভিডিও আকারে গানটি উন্মুক্ত করা হয়েছে। এর কথাগুলো এমন- ‘ছোট ছোট শিশুদের সড়কের জ্ঞান নেই/ অথচ ওদের রোজ স্কুলে যেতে হয়/ বেপরোয়া চালকের এইটুকু জ্ঞান নেই/ অথচ ওদের যান চালিয়েই খেতে হয়।’
গানটি প্রসঙ্গে তবীব বলেন, ‘বাংলাদেশের অনেক বড় একটি সমস্যা অনিরাপদ সড়ক। নিজেদের অসচেতনতা, চালকের ভুলসহ নানা কারণে প্রতিদিনই সড়কে মানুষ প্রাণ হারাচ্ছে। এটা বন্ধ হওয়া উচিত। আমি মনে করি, নিরাপদ সড়ক নিশ্চিত করা সবার দায়িত্ব।’
অন্যদিকে, সম্প্রতি গাড়িচাপায় পর পর কয়েকজন শিক্ষার্থীর মৃত্যুতে উত্তাল রাজধানীর কলেজগুলো। শিক্ষার্থীরা প্রায় প্রতিদিনই নানা কর্মসূচি পালন করছে।