সুপ্রভাত ডেস্ক :
বলিউডের শক্তিশালী অভিনেতা নওয়াজউদ্দীন সিদ্দিকী। ক্যারিয়ারের বিভিন্ন সময় বিভিন্ন ক্যারেকটারে অভিনয় করেছেন তিনি। আর সবগুলোতেই তার দর্শকপ্রিয়তা ছিলো তুঙ্গে। তবে এত খ্যাতির পরেও সমাজের বেড়াজাল থেকে বের হতে পরেননি তিনি।
ভারতীয় গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে নওয়াজউদ্দীন জানালেন তার দুঃখের কথা। তিনি বলেন, এক খ্যাতি যশ পাওয়ার পরেও আমরা নিচু জাত হওয়ার কারণে নিজ গ্রামে এখনো গ্রহণযোগ্যতা পাই না।
উত্তর প্রদেশের অধিবাসী নওয়াজউদ্দীন বলেন, গ্রামগুলোতে জাতপ্রথা গভীরভাবে জড়িয়ে রয়েছে, এমনকি অভিনেতা হিসেবে জনপ্রিয়তা অর্জনের পরেও বৈষম্য থেকে মুক্তি পাননি তিনি নিজেও।
টুইটারেও জাতবিভেদ নিয়ে সোচ্চার হয়েছেন এই অভিনেতা। এক পোস্টে তিনি লেখেন, অনেকেই হয়তো বলবে জাতবিভেদ নেই। কিন্তু কেউ যদি একটু চারপাশটা ঘুরে দেখে, তাহলে ভিন্ন বাস্তবতা পাবে। খবর : ডেইলিবাংলাদেশ’র।
বিনোদন



















































