নিউমার্কেট মোড় জনসমুদ্র

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক »

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নগরীর নিউমার্কেট মোড়ে অবস্থান নিয়ে  বিক্ষোভ করে। শনিবার দুপুর থেকে নগরের নিউমার্কেট মোড়ে শিক্ষার্থীরা জড়ো হতে থাকে। বেলা সাড়ে ৩টার দিকে নিউমার্কেট মোড় আশেপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

এখানে শিক্ষার্থীরা তাদের সহপাঠী হত্যার বিচারের দাবিতে স্লোগান  দিতে দেখা যায়। শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন তাদের অভিভাবকরা। নানা শ্রেণি-পেশার লোকজনকে আন্দোলনে শিক্ষার্থীদের তালি দিয়ে সংহতি জানাতে দেখা যায়।

আন্দোলনকারীরা প্রধানমন্ত্রীর আলোচনায় বসার প্রস্তাবকে প্রত্যাখান করে সরকার বিরোধী নানা স্লোগান দিতে দেখা যায়। দুই ঘন্টা নিউমার্কেটে  অবস্থান করে তারা স্টেশন রোড দিয়ে টাইগারপাস হয়ে লালখানবাজার এলাকায় আসলে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে উঠে। সেসময় তাদের সঙ্গে থাকা লাঠিসোটা নিয়ে কয়েকজন যুবককে ছোটাছুটি করতে দেখা যায়। পরে তারা জিইসি, দুই নম্বর গেইট হয়ে বহদ্দারহাট মোড়ে গিয়ে কর্মসূচী শেষ করেন।

আন্দোলনকারীদের অবস্থানের কারনে সকাল ১১ টা থেকে নিউমার্কেট এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করে। এসময় কালুরঘাট, আগ্রাবাদ, ইপিজেড, অক্সিজেন, অলঙ্কার মোড়, শাহ আমানত নতুন ব্রীজগামী সকল ধরনের যান চলাচল বন্ধ থাকে। সাধারন যাত্রীরা পড়েন ভোগান্তিতে।