পবিত্র আখেরি চাহার শোম্বা উপলক্ষে মাইজভাণ্ডার গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন মওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারীর (ম.) ব্যবস্থাপনায় খতমে কোরআন, খতমে বোখারী ও খতমে মজমুয়ায়ে সালাওয়াতে রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার সকাল ৯টায় চট্টগ্রাম নগরের খুলশীস্থ মাইজভা-ারী খানকাহ শরিফে এসব কর্মসূচি পালিত হয়। আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন মাইজভা-ার গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের নায়েব সাজ্জাদানশীন এবং দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিরি) এর ম্যানেজিং ট্রাস্টি শাহ সুফি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী।
আলোচনায় অংশ নেন মিশর আল-আজহার বিশ্ববিদ্যালয়ের সাবেক চ্যান্সেলর প্রফেসর ড. ইব্রাহিম সালাহ আল-সাইয়েদ সোলেমান আল-হুদহুদ, আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ইসলামিক দাওয়া ফ্যাকাল্টির সাবেক ডিন ড. জামাল ফারুক জিব্রিল মাহমুদ, মিশরের সুফিজম ত্বরিকতের প্রধান ও মিশরের হাউজ অব রিপ্রেজেন্টেটিভের মেম্বার ড. মোহাম্মদ মাহমুদ আহমেদ হাশিম ও ইসলামিক গবেষণা একাডেমির বৈদেশিক শিক্ষার্থী প্রশাসনিক প্রধান মাহমুদ আহমেদ শাহাত আল-সাগির, আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের চেয়ারম্যান মওলানা কাজী মুহাম্মদ মঈন উদ্দীন আশরাফী, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা সাবেক অধ্যক্ষ মুফতি সৈয়দ মোহাম্মদ অছিয়র রহমান ও শায়খুল হাদিস মওলানা সোলাইমান আনসারী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোবহানিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মোহাম্মদ হারুনুর রশীদ, আল-আমিন বারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মোহাম্মদ ইসমাঈল নোমানী, নেছারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মওলানা রফিক উদ্দীন ছিদ্দিকী প্রমুখ।
অনুষ্ঠানে গাউছুল আজম মাইজভা-ারীর আদর্শ ও ত্বরিকাবাহী ম্যাগাজিন ‘জ্ঞানের আলো’র ২১ জন নিয়মিত লেখককে সম্মাননা স্মারক ও উছুলে ছাবয়ার উত্তরীয় প্রদান করা হয়। এর মধ্যে ৭ জনকে মরোণোত্তর সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এছাড়া দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিরি) কর্তৃক প্রকাশিত দারুল ইরফান রিসার্চ জার্নাল এর মোড়ক উন্মোচন করা হয়।
শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহ শান্তি ও কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন সাজ্জাদানশীনে দরবারে গাউছুল আজম মাওলানা শাহ্ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভা-ারী (ম.)। বিজ্ঞপ্তি