চবি উপাচার্যকে ‘প্রসেনিয়াম’ শীর্ষক নাট্যপত্র হস্তান্তর
বিশিষ্ট নাট্যকার শান্তনু বিশ্বাস সম্পাদিত ‘প্রসেনিয়াম’ শীর্ষক একটি নাট্যপত্র গতকাল ১২ টায় চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এর নিকট হস্তান্তর করেন কালপুরুষ নাট্য সম্প্রদায়ের সভাপতি, বিশিষ্ট নাট্য নির্দেশক শান্তনু বিশ্বাসের সহধর্মিনী শুভ্রা বিশ্বাস।
এ সময় চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান, নাট্যকলা বিভাগের প্রফেসর ড. কুন্তল বড়–য়া এবং বিশিষ্ট নাট্যকার শাহরিয়ার শান্তনু উপস্থিত ছিলেন।
একটি গুরুত্বপূর্ণ নাট্যপত্র উপহার দেয়ায় উপাচার্য তাঁদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, নাটক হলো সমাজের প্রতিচ্ছবি, সমাজ বিনির্মাণের হাতিয়ার। নাটক একদিকে যেমন সমাজের অসঙ্গতি তুলে ধরে; তেমনি দর্শক সমাজকে আনন্দের খোরাক যোগায়।
উপাচার্য শান্তনু বিশ্বাস সম্পাদিত তাঁর আরও অন্যান্য লেখালেখি পাঠক সমাজে তুলে ধরার আহবান জানান।