নাজিরহাটে স্বেচ্ছাশ্রমে পরিচ্ছন্নতা কার্যক্রম  উদ্বোধন

নাজিরহাটে স্বেচ্ছাশ্রমে পরিচ্ছন্নতা কার্যক্রম 

নিজস্ব প্রতিনিধি, ফটিকছড়ি

নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি এ স্লোগানে ফটিকছড়ির নাজিরহাটে পরিষ্কার ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

৮ অক্টোবর সকালে উপজেলার নাজিরহাট পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের গুল মোহাম্মদ বাড়ি সংলগ্ন ডোবায় মরা খালে এ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন ফটিকছড়ি উপজেলার সহকারী কমিশনার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও নাজিরহাট পৌর প্রশাসক মো. মেজবাহ উদ্দিন।

এসময়  উপস্থিত ছিলেন, নাজিরহাট আহমদিয়া মাদ্রাসায় উপাধ্যক্ষ আব্দুস সালাম শরিফী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ড. সেলিম রেজা, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা সুমন মন্ডল অপু,নাজিরহাট পৌরসভার সচিব নুরুল আফসার, ইঞ্জিনিয়ার রাজিব বাবু প্রমুখ।

ফটিকছড়ি উপজেলা মশার প্রজননস্থল বিনষ্টকরণ ও ডেঙ্গু  প্রতিরোধ ফাউন্ডেশনের উদ্যোগে পরিষ্কার  পরিচ্ছন্নতা এ অভিযান সার্বিক সহযোগিতা করেন বিডি ক্লিনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন।