শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান নওফেল বলেছেন, আমরা চাই নদীর জায়গায় নদী ফেরত যাক। কর্ণফুলী নদী রক্ষার্থে সেই বাজার এই খানে আসতেই হবে। নদীর জায়গায় নদী থাকবে, বাজারের জায়গায় বাজার থাকবে। সালামি দিয়ে দিয়ে দোকান বরাদ্দ দিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করে সেখানে দোকান বসানো হয়েছে। এটাই হচ্ছে বাস্তবতা সেটা আমি জানি। যারা এই অপকর্ম করেছে তারা কিন্তু নদী দখল করেছে। এই কর্ণফুলী নদী চট্টগ্রামের প্রাণ।
তিনি বলেন, চট্টগ্রাম পাথরঘাটা ইকবাল রোড মনোহর খালীতে দীর্ঘদিন ধরে যে মাছের বাজারটি ছিল, সেটা দীর্ঘদিন নিয়মতান্ত্রিকভাবে চট্টগ্রামের জেলে সম্প্রদায় চলমান রেখেছিল। কিন্তু মাঝপথ থেকে নদী দখল করে নদীর সীমানার ভিতরে গিয়ে নতুন বাজারটি হয়েছে, যা নিয়ে অনেক সমালোচনা আছে। নদী রক্ষা কমিশন থেকে শুরু করে উচ্চ আদালত থেকে নির্দেশনা আছে নদীর জায়গা নদীকে ফেরত দিতে হবে। নদী দখল করে যারা মাছ বাজার করেছে এটা কোনভাবেই কাজটা সঠিক হয়নি। এটা অবৈধ একটা কাজ।
তিনি আরও বলেন, এখন আমি যদি মানুষের থেকে পয়সা নিয়ে নিজের আয় ইনকাম বাড়ানোর জন্য নিজের স্বার্থ সিদ্ধির জন্য প্রাচীন এই জনগোষ্ঠী যারা জেলে সম্প্রদায় ছিল মৎস্য ব্যবসায় ছিল তাদেরকে আয়হীন করে নদী দখল করে পকেট ভরানোর কাজ করি, তাহলে আমি সর্বাগ্রে দোষী। নদী দখল করে নিজের পকেট ভরানোর কাজ যদি করে থাকি আমার বিরুদ্ধে মামলা হওয়া উচিত। তাই আমি বলবো যারা এই কাজ করেছে তারা অবৈধ কাজ করেছে। এই বৈধ জায়গায় মাছ বাজার আসতে হবে। নদীর জায়গায় বাজার করা গর্হিত অপরাধ। বাজারের জায়গায় বাজার থাকবে নদীর জায়গায় নদী থাকবে সেটা আমরা চাই।
তিনি গতকাল শুক্রবার সকালে পাথরঘাটা ইকবাল রোড মনোহরখালী পুরানো মাছ বাজারে শারদীয় দুুর্গোৎসব উপলক্ষে সনাতন সম্প্রদায় মা বোনদের মাঝে উপহার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।
স্থানীয় কাউন্সিলর পুলক খাস্তগীর এর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংরক্ষিত কাউন্সিলর লুৎফুন্নেছা দোভাষ বেবী, সেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম মহানগর সভাপতি অ্যাডভোকেট জিয়াউদ্দিন, মহানগর আওয়ামী লীগ এর তথ্য গবেষণা সম্পাদক চন্দন ধর, কোতায়ালী আওয়ামী লীগের সহ সভাপতি মশিউর রহমান রোকন প্রমুখ। বিজ্ঞপ্তি