নাগরিক শোকসভা
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি, সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা মরহুম জননেতা শাহ-ই-জাহান চৌধুরী’র নাগরিক শোক সভা ৩০ নভেম্বর বিকাল ৩টায় নগরীর থিয়েটার ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা ডা. আবু ইউসুফ চৌধুরী’র সভাপতিত্বে শোকসভায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদ এমপি। প্রধান বক্তা ছিলেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী। বিশেষ ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
নাগরিক শোক কমিটির সদস্য সচিব জেলা আওয়ামী লীগ শ্রম সম্পাদক খোরশেদ আলমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মাহফুজুল হক চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার দাশ, দপ্তর সম্পাদক আবু জাফর, বন ও পরিবেশ সম্পাদক এড. মুজিবুল হক, প্রচার সম্পাদক নুরুল আবছার চৌধুরী, শিক্ষা ও মানব-সম্পদ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন এমরান, তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুল কাদের সুজন। মরহুমের পরিবারের পক্ষে বক্তব্য রাখেন শহীদ জাহান চৌধুরী খোকন, অ্যাডভোকেট জান্নাত আরা পান্না।
এতে অন্যদের মাঝে বক্তব্য রাখেন সিদ্দিক বি.কম, মাহাবুবুর রহমান শিবলী, মৌলভী নুর হোসেন, অ্যাডভোকেট আ.ন.ম শাহাদাত আলম, জেলা ছাত্রলীগ সভাপতি এস.এম বোরহান উদ্দিন, সাংবাদিক সৈয়দ দিদার আশরাফী, নাগরিক কমিটির সমন্বয়ক নজরুল ইসলাম মোস্তাফিজ, যুবলীগ নেতা হাসান মুরাদ চৌধুরী, আতাউল আল আজাদ, ছাত্রলীগ নেতা জিয়া উদ্দিন আরিফ, দাউদ মানিক, জোবায়ের, মনির প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জীবনে নীতি আদর্শের প্রশ্নে আপোষ করেননি মরহুম শাহ-ই-জাহান চৌধুরী। অত্যন্ত সৎভাবে জীবনযাপন করেছেন তিনি। তাঁর মতো আদর্শবান রাজনৈতিক কর্মীর এখন খুবই অভাব। প্রধান বক্তা বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে এই আপোষহীন লড়াকু সৈনিক মৃত্যুর আগ পর্যন্ত নিজের চেয়েও দলের নেতাকর্মীদের জন্য বেশি সময় ব্যয় করেছেন। তিনি বর্তমান প্রজন্মকে তাঁর নীতি-আদর্শকে অনুসরণ ও অনুকরণ করার আহ্বান জানান। বিশেষ অতিথি মফিজুর রহমান বলেন, দলে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন হলে শাহ-ই-জাহান চৌধুরী’র আত্মা শান্তি পাবে। বিজ্ঞপ্তি