নগরেও আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলা

ছাত্রলীগের কর্মী ও আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া। ছবি: সুপ্রভাত

নিজস্ব প্রতিবেদক »

নগরের ষোলোশহর রেলস্টেশন এলাকায় কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা করেন। হামলার পর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। চলে ধাওয়া পাল্টা ধাওয়া। সোমবার (১৫ জুলাই) বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার একপর্যায়ে সড়ক অবরোধ করে প্রায় দেড় ঘণ্টা বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। এতে মুরাদপুর থেকে জিইসি যাওয়ার সিডিএ অ্যাভিনিউ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সন্ধ্যা সাড়ে ছয়টায় আন্দোলনকারীরা সরে গেলে যান চলাচল শুরু হয়।

আন্দোলনকারীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামসহ নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী।

আন্দোলনকারীদের অভিযোগ, বেলা সাড়ে তিনটা থেকে ষোলোশহরে তাঁরা শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন। হঠাৎ ছাত্রলীগের নেতা-কর্মীরা এসে হামলা করেন।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আন্দোলনকারীরা ষোলোশহর স্টেশন এলাকায় ছিলেন। বিকেল পাঁচটার দিকে ছাত্রলীগের নেতা-কর্মীরা এসে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। একপর্যায়ে আন্দোলনকারীরাও পাল্টা ইট নিক্ষেপ করেন। দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। ছাত্রলীগের নেতা-কর্মীদের একটি অংশ স্টেশনসংলগ্ন নাসিরাবাদ আবাসিক এলাকার সড়ক দিয়ে চলে যায়।

ষোলোশহর স্টেশন সড়কে আন্দোলনকারীরা অবস্থান নিয়ে ব্যারিকেড দেয়। পরে আন্দোলনকারীরাও চলে যায়।