নগরীতে কেউ টিকার বাইরে থাকবে না

চতুর্থ ডোজ কার্যক্রম উদ্বোধনকালে মেয়র

সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বিশ্বের বহু দেশের আগে আপামর জনগণকে বিনামূল্যে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদানের আওতায় নিয়ে আসে, যা আমাদের জন্য বড় অর্জন। এবার কোভিড-১৯ সংক্রমণ রোধে ৪র্থ ডোজ প্রদান কার্যক্রম শুরু করতে পেরেছি। নগরীর প্রতিটি মানুষকে প্রাপ্ত টিকা দেয়া হবে। প্রথমদিকে পাঁচ শ্রেণির ব্যক্তিকে এ টিকা দেয়া হবে। পর্যায়ক্রমে সবাই এ টিকার আওতায় আসবে। নগরীতে কেউ টিকার বাইরে থাকবে না।

তিনি গতকাল মঙ্গলবার সকালে চসিক জেনারেল হাসপাতালে কোভিড-১৯ সংক্রমণ রোধে টিকার ৪র্থ ডোজ প্রদান উদ্বোধনকালে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

মেয়র আরও বলেন, সঠিক সময়ে টিকা দেয়ার ফলে দেশ মানুষ এখন নিরাপদে আছে। এতবড় একটি জনবহুল দেশে করোনায় মৃত্যুশূন্য দিন অতিবাহিত করা সাফল্যের বিষয়।

মেয়র আরো বলেন, অন্যান্য ডোজের মতো ৪র্থ ডোজ আপাতত গণহারে দেওয়া হবে না। নগরীর ১১টি পয়েন্ট চসিক পরিচালিত জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল, ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল, ছাপা মোতালেক হাসপাতাল, বন্দরটিলা হাসপাতাল, সিএম এইচ, বন্দর হাসপাতাল, পুলিশ হাসপাতাল ও কাট্টলী মোস্তফা হাকিম মাতৃসদন হাসপাতালে প্রতিদিন সকাল ৯টা হতে দুপুর ২টা পর্যন্ত টিকা কার্যক্রম চলবে। প্রথম দফায় ষাটোর্ধ্ব ব্যক্তি, সম্মুখ সারির যোদ্ধা, কম রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন ব্যক্তি, মুক্তিযোদ্ধা, গর্ভবতী মহিলা ও দুগ্ধদানকারী মায়েদের ফাইজারের টিকা প্রদান করা হবে।

এতে স্বাগত বক্তব্য রাখেন প্রধান স্ব্যাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য ষ্ট্যান্ডিং কমিটির সদস্য কাউন্সিলর আবদুস সালাম মাসুম, সংরিক্ষত কাউন্সিলর নিলু নাগ, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমাম হোসেন রানা, চসিক জোনাল মেডিক্যাল অফিসার ডা. তপন কুমার চক্রবতী, ডা. আকিল মাহমুদ নাফে, শিশু বিশেষজ্ঞ ডা. মিজানুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি