নগর পরিচ্ছন্ন রাখতে ‘ডোর টু ডোর’ সহায়ক

মতবিনিময়কালে মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, নগরীকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পাইলট প্রজেক্ট হিসেবে নগরীর ২৪ নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ডকে ডোর টু ডোর বর্জ্য ব্যবস্থাপনার আওতায় আনা হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিকায়ন করে বর্জ্য সংগ্রহ পৃথকীকরণ পরিবহন ও নিষ্পত্তির জন্য সম্প্রতি শুরু করা হয়। আপনাদের বাড়ি-ঘর, শিল্প-কারখানার বর্জ্য যত্রতত্র না ফেলে ডোর টু ডোর কর্মীদের হাতে তুলে দেবেন, তারা ঘর-বাড়িতে গিয়ে তা সংগ্রহ করবে।

মঙ্গলবার বিকালে টাইগারপাসস্থ অস্থায়ী নগর ভবনের মেয়র কক্ষে উত্তরা আবাসিক এলাকার নেতৃবৃন্দের সাথে বৈঠককালে তিনি একথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন উত্তরা আবাসিক এলাকার সভাপতি মো. আতিক উল্লাহ, আবু তাহের, ফরিদুল আলম, মো. মহসীন, সরফুদ্দিন আহমদ প্রমুখ।

তিনি আরো বলেন, বর্জ্য ব্যবস্থাপনাকে আমরা আধুনিক ম্যানেজমেন্ট সিস্টেমে আনার চেষ্টা করছি। আপনারা ডাস্টবিন, রাস্তা ও ড্রেনে ময়লা আবর্জনা ফেলবেন না। বাসা-বাড়ি হতে ডোর টু ডোর কর্মীগণ ময়লা সংগ্রহ করে নির্দিষ্ট স্থানে রাখবে। পরিবেশ সুন্দর, দূর্ঘন্ধ ও জীবাণুমুক্ত রাখতে বর্জ্য আবদ্ধ অবস্থায় সংগ্রহ করবে। তিনি বলেন, ডোর টু ডোর বর্জ্য ব্যবস্থাপনায় এশিয়ার বিভিন্ন শহর পরিষ্কার-পরিচ্ছন্ন ও দূষণমুক্ত হয়েছে। মেয়র এই উদ্যোগের সফল বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন। বিজ্ঞপ্তি