দ্রব্যমূল্য সিন্ডিকেটের নিকট সাধারণ জনগণ জিম্মি হয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রশাসক এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।২৬ সেপ্টেম্বর এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ অভিযোগ করেন। এসময় তিনি বলেন, করোনাভাইরাস মহামারীতে বাংলাদেশের খেটে খাওয়া, হতদরিদ্র ও ভাসমান মানুষদের কথা মাথায় রেখে সরকার সব ধরণের পদক্ষেপ গ্রহণ করেছে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাস পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় গৃহহীন ও ভূমিহীনদের জন্য বিনামূল্যে ঘর, খাদ্য এবং নগদ অর্থ সহায়তাসহ বিভিন্ন সহায়তা প্রদান করেছেন।
নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম জনগনের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্যও নানামুখী উদ্যোগ গ্রহণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। সরকারের এতোসব উদ্যোগের মধ্যেও সংকটাপন্ন এই মূহুর্তে হঠাৎ করেই ভোজ্য তেল, চিনি এবং চালের অত্যধিক মূল্য বৃদ্ধি করে ক্রেতাসাধারণকে চাপে ফেলেছে কতিপয় অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট। বিজ্ঞপ্তি



















































