সুপ্রভাত ডেস্ক :
এক অসামান্য নজির গড়লেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। ১১ অগাস্ট জন্মদিন ছিল অভিনেত্রীর। আর সেই উপলক্ষেই এই বিরাট সিদ্ধান্ত তার। মহারাষ্ট্রের দুটি গ্রাম পথার্দি এবং সকুর এর দায়িত্ব নিলেন জ্যাকলিন। আগামী তিন বছরের জন্য এই দুটি গ্রামকে তিনি দত্তক নিলেন। দুটি গ্রামের মোট ১৫৫০ জন মানুষের দায়িত্ব নিজের হাতে তুলে নিলেন জ্যাকলিন ফার্নান্ডেজ।
টাইমস অব ইন্ডিয়ার একটি সাক্ষাৎকারে জ্যাকলিন জানান যে এই গ্রামের মানুষের জন্য খাবার সরবরাহের পুরো দায়িত্ব তিনি নিয়েছেন। কারণ এই গ্রামের অনেকেই অপুষ্টিতে ভোগেন। অভিনেত্রী বলছেন, ‘বেশ কিছুদিন ধরেই আমার মাথায় এই বিষয়টি এসেছিল। মহামারীর জন্য এই বছরটাও আমাদের সকলের কাছে খুব কঠিন। আমরা কেউ কেউ এর মধ্যে সৌভাগ্যবান। কিন্তু সমাজের একটা বড় অংশের মানুষ তাদের প্রয়োজনীয় জিনিস গুলির জন্যেই খুব লড়াই করছেন।’
জ্যাকলিন আরো বলছেন, ‘১৫৫০ জন মানুষকে এই প্রকল্পে দেখাশোনা করা হবে। এই গ্রামের শিশুদের এবং অন্যান্য বাসিন্দাদের অপুষ্টিজনিত রোগের চিকিৎসা করা হবে। গ্রামের মানুষকে বিভিন্ন বিষয়ে সচেতন করা হবে। ১৫০ জন মহিলাকে তাদের সদ্যোজাতকে কীভাবে দেখাশোনা করবেন সেই বিষয়ে সচেতন করা হবে। এই প্রকল্পের একদম সামনে থেকে যারা কাজ করবেন এমন ৭ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে।’
এছাড়াও নানা রকমের পরিকল্পনা রয়েছে এ গ্রাম দুটিকে ঘিরে। জ্যাকলিন বলছেন, ‘আমরা কুড়িটি পরিবারের স্বাস্থ্যের অবস্থা পরীক্ষা করে দেখবো যাতে তারা অপুষ্টি থেকে মুক্তি পায়। এবং কুড়ি জন মহিলাকে গর্ভবতী হওয়া পর্যন্ত আমরা তাদের সচেতন করব। এর ফলে তারা বুঝতে পারবেন তারা কতটা সুস্বাস্থ্যের অধিকারী। কুড়ি জন শিশু অপুষ্টিজনিত রোগের চিকিৎসা করা হবে। এছাড়া দুটি গ্রামে কুড়িটি কিচেন গার্ডেন তৈরি করা হবে। আমার বাবা-মা আমাকে সব সময় শিখিয়েছেন সমাজের জন্য কিছু করা উচিত। তাই তারাও আমার এই সিদ্ধান্তের সমর্থন জানিয়েছেন।’
প্রসঙ্গত এই লকডাউন এর মধ্যে জ্যাকলিন ফার্নান্ডেজ এর দুটি মিউজিক ভিডিও মুক্তি পেয়েছে। একটি সলমন খান এবং আরেকটি বাদশার সঙ্গে। এছাড়া নেটফ্লিক্সে মিসেস সিরিয়াল কিলার মুক্তি পেয়েছে জ্যাকলিনের। খবর : কলকাতাটোয়েন্টিফোর’র।
বিনোদন