দেশে ফ্যাসিবাদী শক্তির অবশিষ্টাংশ দমন করব : স্থানীয় সরকার উপদেষ্টা

সুপ্রভাত ডেস্ক »

দেশে ফ্যাসিবাদী শক্তির যারা অবশিষ্টাংশ আছে তাদের দমন করা হবে বলে জানিয়েছেন দুই মন্ত্রণালয়ের পাশাপাশি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া আদিলুর রহমান খান।

রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে নিজ দপ্তরে নতুন দায়িত্ব পেয়ে প্রথম কার্যদিবসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, দেশে ফ্যাসিবাদী শক্তির যারা অবশিষ্টাংশ আছে তাদের দমন করব, তাদের প্রতিহত করব। জুলাই অভ্যুত্থানে জুলাই বিপ্লবের যারা যোদ্ধা তাদের পাশে দাঁড়িয়ে এই সরকার বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষা করবে।

নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এখন যে পরিস্থিতি, মানে আইনশৃঙ্খলা পরিস্থিতি সেটা আমি জনগণের মধ্যে সবসময় সিকিউরড ফিল করি। আমি আমার নিজের সিকিউরিটির জায়গায় সবসময় জনগণের মধ্যে থাকাকে সিকিউরড মনে করি। কারণ আমি সেখান থেকে এসেছি আবার ফিরে যাব অল্প সময়ের মধ্যে।

বর্তমান সরকারের মেয়াদ আর দুই মাস। এই দুই মাসে মানুষের জন্য এই মন্ত্রণালয়ের হয়ে আপনি কতটা করে যেতে পারবেন- এমন প্রশ্নের জবাবে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, এটা আসলে ডে টু ডে ওয়ার্ক ছাড়া তো খুব বেশি কিছু করার নেই। এর মধ্যে নির্বাচনে তফসিল হয়ে গেছে। বড়ো কোনো কাজে তো হাত দেওয়ার সুযোগ নেই। তো আমরা ডে টু ডে কাজগুলো যেটা আছে আমরা চেষ্টা করব সেটা পুরাটা পালন করতে। এর মধ্যে যেটুকু মানুষের উপকারে আসতে পারি।