দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভা
দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি বলেছেন, চট্টগ্রামে ২৪ জানুয়ারির গণহত্যা স্বৈরশাসকের নজীরবিহীন গণহত্যা। নীল নকশা করে এই হত্যাকা- ঘটানো হয়েছিল। স্বৈরশাসকরা ক্ষমতাকে চিরস্থায়ী করে রাখার জন্য এ গণহত্যা করেছিল। তিনি আরো বলেন, শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসায় দেশে স্বৈরশাসনের পতন হয়েছে। পিছন দরজা দিয়ে ক্ষমতায় আসার পথ চিরতরে বন্ধ হয়েছে। দেশে আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি দেশ উন্নত ও বিশ্বে আজ রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে। গতকাল রোববার সকাল ১০টায় সংগঠনের আন্দরকিল্লা কার্যালয়ে চট্টগ্রামে গণহত্যা দিবস পালন উপলক্ষে দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান, দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জহির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, শ্রম সম্পাদক খোরশেদ আলম, দপ্তর সম্পাদক আবু জাফর, শিক্ষা সম্পাদক বোরহান উদ্দিন এমরান, বন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুজিবুল হক, যুব ও ক্রীড়া সম্পাদক গোলাম ফারুক ডলার, প্রচার সম্পাদক নুরুল আবছার চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক আবদুল কাদের সুজন, ধর্ম সম্পাদক আবদুল হান্নান চৌধুরী মঞ্জু, উপ-দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়–য়া, দক্ষিণ জেলা আওয়ামী লীগ সদস্য সৈয়দুল মোস্তাফা চৌধুরী রাজু প্রমুখ। সভা শেষে দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ গণহত্যায় নিহত শহীদদের কোটবিল্ডিংস্থ স্মৃতিশৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। বিজ্ঞপ্তি