সুপ্রভাত ডেস্ক »
রোববার (৭ জুলাই) বেলা তিনটা থেকে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিল করে ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহালসহ চার দফা দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা বেশ কয়েক দিন ধরে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করছেন।
চাকরিতে কোটা বাতিলের দাবিতে চুতর্থ দিনের মত শাহবাগ মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
শাহবাগে অবস্থান কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, “শিক্ষার্থীদের চারটি দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। রোববার থেকে সব বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস-পরীক্ষা বর্জন ও ছাত্র ধর্মঘট পালন করা হবে।
“এদিন বিকাল ৩টা থেকে শাহবাগ, নীলক্ষেত, নিউ মার্কেট, চানখারপুল, সায়েন্স ল্যাব, মতিঝিলসহ সারা দেশে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো অবরোধ করা হবে।”
দেশব্যাপী ‘বাংলা ব্লকেড’ নামে এ কর্মসূচি পালনের ঘোষণা দেন।