নিজস্ব প্রতিবেদক :
দুর্নীতির প্রমাণ পাওয়ায় চট্টগ্রাম ডাক বিভাগের দুই কর্মকর্তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ডাক বিভাগের ওই দুই কর্মকর্তাকে কেতোয়ালি থানা পুলিশের কছে সোপর্দ করেছে কর্তৃপক্ষ। যাদের সোপর্দ করা হয়েছে তারা হলেন সহকারী পোস্ট মাস্টার নুর মোহাম্মদ, অপারেটর মোহাম্মদ সারওয়ার আলম খান। ডাক বিভাগের অডিটের দায়িত্বে থাকা রাজীব পাল পুলিশ কর্মকর্তাদের জানান, গত বুধবার তিনটি হিসাবের লেনদনে ৪৫ লাখ টাকার গরমিল পাওয়া যায়। পরে অডিটে গরমিলের প্রমাণ পাওয়া যায়। অভিযুক্ত দুজনকে বৃহস্পতিবার সকালে কোতোয়ালি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসীন। তিনি সুপ্রভাতকে বলেন, ডাক বিভাগের নিজস্ব অডিট বিভাগে এ দুই কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়ায় আমাদের কাছে সোপর্দ করেছেন। তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
Uncategorized