দুই হত্যা মামলায় রিমান্ডে আনিসুল-সালমানসহ ৫ জন

সুপ্রভাত ডেস্ক »

রাজধানীর যাত্রাবাড়ী থানার বৈষম্যবিরোধী আন্দোলনে জিসান হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

এছাড়া জিসান ও মেহেদী হাসান হত্যার ২ মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ৩ জনকে ৫ দিন করে ১০ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

অন্যান্যরা হলেন- সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক মন্ত্রী ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

সোমবার  (২০ জানুয়ারি) সকালে এসব মামলার তদন্ত কর্মকর্তাদের অবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে এ আদেশ দেন অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান।

এর আগে, সকালে তাদের কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তারা প্রত্যেক মামলায় ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলের পক্ষে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ ও বাদীপক্ষের আইনজীবীরা রিমান্ডের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

এদিন, রাষ্ট্রপক্ষে শুনানি করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী অপরদিকে আসামিপক্ষকে শ্রী প্রাণ নাথসহ একাধিক আইনজীবী শুনানিতে অংশ নেন।

জিসান হত্যা মামলার এজাহার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ২০ জুলাই রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইলে আন্দোলনে অংশ নেন জিসান। এ সময় আসামিদের গুলিতে নিহত হন তিনি।

এদিকে মেহেদী হত্যা মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই কমপ্লিট শাটডাউনে যাত্রাবাড়ী থানার কাজলা এলাকায় শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেন মেহেদী হাসান। এ সময় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে আহত হন তিনি। সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা ৬টার দিকে তার মুত্যু হয়।