সুপ্রভাত ডেস্ক :
সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর থেকেই কঙ্গনা রানাউত এক্কেবারে ‘রণং দেহী’ মেজাজে। বলিউডের ঝলমলে দুনিয়ার পিছনে চুপ করে লুকিয়ে অন্ধকার দুনিয়ার চেহারাটা ‘ফাঁস’ করার দায়িত্ব যেন তিনি নিজেই কাঁধেই তুলে নিয়েছেন। স্বজনপোষণ থেকে কাস্টিং কাউচ- প্রায় সব বিষয়েই সপ্তমে সুর চড়িয়ে প্রতিবাদ করেছেন তিনি। তার কথার আঘাত আরব সাগরের দুরন্ত ঢেউয়ের মতোই যেন তছনছ করে দিয়েছে ‘এ-লিস্টার’দের সাজানো প্রাসাদ।
এবার তিনি মুখ খুললেন বলি তারকাদের মাদক-অভ্যাস নিয়ে। সুশান্তের ড্রাগস নেওয়ার তথ্য সামনে আসতে তা বিভিন্ন প্রশ্ন উস্কে দিয়েছে মানুষের মনে। ঠিক তখনই কঙ্গনা এক সাক্ষাৎকারে বলেন, বলিউডে এটা নতুন কোনও বিষয় নয়। অনেক তারকাই নাকি ড্রাগস নিয়ে থাকেন।
আত্মবিশ্বাসের সুরে তিনি বলেন, বি-টাউনের ৯৯ শতাংশ তারকাই নাকি মাদকে অভ্যস্ত। টুইটারে প্রধানমন্ত্রীর অফিসকে ট্যাগ করে তিনি রণবীর সিংহ, অয়ন মুখোপাধ্যায়, রণবীর কপূর, ভিকি কৌশলের রক্তের নমুনা নেওয়ার অনুরোধ করেন ড্রাগ পরীক্ষার জন্য। তার মতে এই ‘ইয়ং ব্রিগেড’-এর ড্রাগস নেওয়ার কানাঘুষো অনেক আগে থেকেই শোনা গিয়েছে বলিপাড়ার অলিগলিতে।
‘মণিকর্ণিকা’র মতে অনেক তারকা বয়সের সঙ্গে সঙ্গে এ সব অভ্যাস ছেড়ে দিলেও এই নেশার জালে এখনও স্বেচ্ছাবন্দি বলিউডের মায়াবী জগৎ। সুশান্তের মৃত্যুর তদন্তের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো যোগ দেওয়ার পরেই কার্যত এ নিয়ে বিস্ফোরক অভিনেত্রী। বলিউড পার্টিতেও অবাধে মাদক সেবনে মাতেন তারকারা— এমন মন্তব্য করতেও পিছুপা হননি ‘কন্ট্রোভার্সি কুইন’-এর শিরোপা মাথায় তুলে নেওয়া কঙ্গনা রানাউত।
এর আগেও করণ জোহর তার বাড়িতে অনুষ্ঠিত পার্টির একটি ভিডিয়ো শেয়ার করে বিতর্কের মুখে পড়েন। সেই ভিডিয়োতে দেখা যায় রণবীর কপুর, দীপিকা পাড়ুকোন, ভিকি কৌশল, বরুণ ধওয়নদের মতো ‘এ-লিস্টার’দের। বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব-সহ অনেকেই ওই ভিডিয়োতে তারকাদের গতিবিধি দেখে মাদক সেবনের অভিযোগ তোলেন সেই সময়। কঙ্গনার কয়েক শব্দের এই টুইট যেন আবার উস্কে দিল চাপা পড়ে যাওয়া পুরানো সেই জল্পনাকে। খবর : আনন্দবাজার’র।
বিনোদন