দুই বছর পর আবার একই স্মৃতির সাক্ষী

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »

নতুন বলে পাকিস্তানের বোলারদের সামলানো কঠিন হবে তা আগে থেকে জানা ছিল। কিন্তু প্রথম টেস্টে দারুণ পারফরম্যান্সের পর বিশ্বাস ছিল টপ অর্ডার ঠিকই প্রতিরোধ গড়তে পারবেন। বিশেষ করে জাকির ও সাদমান ভালো শুরু দিতে পারলে বাকি পথ মসৃণ হতে পারে। কিন্তু রাওয়ালপিন্ডিতে খুররাম শাহজাদ ও মির হামজার এক স্পেলেই স্রেফ লণ্ডভন্ড বাংলাদেশের টপ ও মিডল অর্ডার। ১৪ রানে প্রথম উইকেট হারানোর পর আরো ১২ রান যোগ করতেই বাংলাদেশের সাজঘরে পাঁচ ব্যাটসম্যান। ষষ্ঠ ওভারের শেষ বলে পাকিস্তান ব্রেক থ্রু পায়। এরপর ১২তম ওভারের তৃতীয় বলে মিলে যায় ষষ্ঠ উইকেট। ৩৫ বলের ব্যবধানে ৬ উইকেট হারিয়ে দিশেহারা বাংলাদেশের ব্যাটিং। ২৬ রান তুলতে বাংলাদেশ হারায় ৬ উইকেট।
টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের যৌথভাবে দ্বিতীয় বাজে শুরু। এর আগে বাংলাদেশ একবারই টেস্টে ২৬ রানে ৬ উইকেট হারিয়েছিল। সেটাও দুই বছর আগে, ২০২২ সালের এপ্রিলে দক্ষিণ আফ্রিকায়। ডারবানে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫৩ রানে গুটিয়ে যাওয়ার পথে শুরুর ৬ ব্যাটসম্যান আউট হন মাত্র ২৬ রানে। এলোমেলো ব্যাটিংয়ে দুই বছর পর আবার একই দুঃস্মৃতির সাক্ষী হলো হলো বাংলাদেশ।