নিজস্ব প্রতিনিধি, দীঘিনালা »
দীঘিনালায় বাল্যবিবাহ না দিতে শপথ করেছে পুরো গ্রাম। এসময় সবাই হাত উঁচিয়ে ঐক্যমত্য প্রকাশ করেন। এ শপথ বাক্য পাঠ করান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা। বুধবার দীঘিনালা উপজেলার বুদ্ধপাড়ায় মহিলাবিষয়ক অধিদপ্তর উদ্যোগে অনুষ্ঠিত হয় উঠান বৈঠক।
উঠান বৈঠকে তথ্য আপা স্বরুপিনী ত্রিপুরা সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা। পরে সেখানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডা. অমিতা দাশ গুপ্ত এবং টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের উপজেলা ব্যবস্থাপক মো. শহিদুল ইসলাম প্রমূখ।
ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ মুক্তির সাধ্যেমে মহিলাদেও ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) উঠান বৈঠকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা বলেন, আপনার আপনাদের মেয়েকে পড়াশুনা করান। পড়াশোনার পাশাপাশি সেলাই কাজ শেখান, আপনাদের ঐতিহ্যবাহী তাতের কাজ শেখান। মেয়েদেরকে বাল্যবিবাহ না দেয়ার অনুরোধ জানিয়ে তিনি আরো বলেন, বাশ ও বেতের তৈজসপত্রের ব্যাপক চাহিদা রয়েছে, সে কাজ গুলি শেখান।