স্থপতি শাহীনুল ইসলাম খান
সাবেক প্রধান নগর পরিকল্পনাবিদ, সিডিএ
ঢাকার তেতুলতলা মাঠ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকার পর সিআরবি রক্ষায় উদ্যোগী না হলে প্রশ্ন উঠতো। সিআরবির তুলনায় তেতুলতলা মাঠ কিছুই না। উন্মুক্ত স্থান ও হেরিটেজ স্থাপনাগুলো নগরের গুরুত্ব বহুগুণে বাড়িয়ে দেয়। তাই এসব স্থাপনা রক্ষা করা প্রয়োজন। আর এসব রক্ষার সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকেই আসতে হয়।
সিআরবি রক্ষা পাওয়ায় এভাবেই নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক প্রধান নগর পরিকল্পনাবিদ স্থপতি শাহীনুল ইসলাম খান।
তিনি বলেন,‘ একটি নগরের জন্য কি পরিমাণ উন্মুক্ত স্থান থাকা প্রয়োজন তা নির্ধারণ করা আছে। কিন্তু আমরা দিন দিন এসব স্থান ধ্বংস করে ফেলছি। এগুলো রক্ষা করতে হবে।’
সিআরবির গুরুত্ব উল্লেখ করে শাহীনুল ইসলাম খান বলেন, ‘ এ পুরো জোনটি হেরিটেজ জোন হিসেবে মাস্টারপ্ল্যানে চিহ্নিত করা রয়েছে। সরকারের দায়িত্ব হলো তা রক্ষা করা। যেখানে তা রক্ষার কথা বলা হয়েছে সেখানে একটি সরকারি সংস্থা কিভাবে হাসপাতাল নির্মাণের জন্য বেসরকারি কাউকে তা বরাদ্দ দেওয়ার কথা ভাবতে পারে?’
চট্টগ্রামের পাহাড়, উন্মুক্ত স্থান, জলাশয়গুলো হারিয়ে যাচ্ছে উল্লেখ করে শাহীনুল ইসলাম খান বলেন,‘ পাহাড়, নদী, সাগর এগুলোই চট্টগ্রামের সৌন্দর্য। তাই চট্টগ্রামের সৌন্দর্য রক্ষার পাশাপাশি পরিবেশ রক্ষায় প্রাকৃতিক স্পটগুলো রক্ষা করতে হবে।’