তিনদিনের ছুটিতে ঢাকায় সাকিব ও মুশফিক

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক

মুশফিকুর রহিম দেশে ফিরে আসছেন – এ খবর আগেই জানা। স্ত্রী সন্তান সম্ভবা, আজ (১১ সেপ্টেম্বর) মুশফিকের স্ত্রীর সন্তান ডেলিভারির সম্ভাব্য তারিখ। ওই সময় স্ত্রীর পাশে থাকতে ৯ সেপ্টেম্বর শ্রীলঙ্কার সাথে ম্যাচ শেষে মুশফিক ঢাকা ফিরে আসার ইচ্ছে প্রকাশ করলে টিম ম্যানেজমেন্ট তাকে ৩ দিনের ছুটি মঞ্জুর করে। সে কারণেই গতকাল রোববারই ঢাকা আসার কথা ছিল মুশফিকের এবং যথারীতি রোববার সকালেই রাজধানীতে এসে পৌঁছেছেন মুশফিকু রহিম। তবে মুশফিক একা নন, তার সঙ্গে ঢাকা এসেছেন অধিনায়ক সাকিব আল হাসানও। দ্বিতীয়বার বাবা হবেন, এ কারণে মুশফিক আগে থেকে টিম ম্যানেজমেন্টকে বলে ছুটি নিয়েছেন। কিন্তু অধিনায়ক সাকিব কি কারণে হঠাৎ দেশে ফিরে আসলেন? তা নিয়ে বিস্তর কথা-বার্তা। সামাজিক যোগাযোগ মাধ্যমে হইচই। খোঁজ নিয়ে জানা গেল, সাকিব ব্যক্তিগত কারণ দেখিয়ে দেশে ফিরে এসেছেন। তবে দেশে ফেরার অনুকুল প্রেক্ষাপটও পেয়েছেন সাকিব-মুশফিক দু’জনই।
১৫ সেপ্টেম্বর ভারতের সাথে এশিয়া কাপের শেষ ম্যাচের আগে ৫ দিন বিরতি, তাই ক্রিকেটারদের ৩ দিনের ছুটি দিয়েছেন কোচ হাথুরুসিংহে। মানে ১০, ১১ ও ‘১২ সেপ্টেম্বর প্র্যাকটিস নেই টিম বাংলাদেশের। এ সুযোগেই সাকিব ও মুশফিক দেশে ফিরেছেন।’
তারা ১২ সেপ্টেম্বর বিকাল সন্ধ্যা কিংবা ১৩ তারিখ সকালের ফ্লাইট ধরে কলম্বো চলে আসবে এবং ১৩ তারিখ বিকেলে প্র্যাকটিসে অংশ নেবেন বলে বিসিবি সূত্রে জানা গেছে। খবর জাগোনিউজ’র