সুপ্রভাত ক্রীড়া ডেস্ক :
এই প্রজন্মের সেরা ব্যাটসম্যান হিসেবে বিরাট কোহালিকে বেছে নিলেন মুহম্মদ ইউসুফ। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারের মতে, তিন ফরম্যাট মিলিয়ে এগিয়ে কোহালিই।
ইউসুফ ব্যাখ্যা করে বলেছেন, ‘এই সময়ে বেশ কয়েকজন ভাল খেলোয়াড় রয়েছেন বিশ্বক্রিকেটে। তার মধ্যে রোহিত শর্মা, জো রুট, স্টিভ স্মিথ, কেন উইলিয়ামসনরা পড়বেন। কিন্তু, সব ফরম্যাট মিলিয়ে সেরা বিরাট কোহালি। ও যে ভাবে ব্যাট করে, যে ভাবে প্রতি ইনিংসে চাপের মোকাবিলা করে, সেঞ্চুরি হাঁকায়, তা অবিশ্বাস্য।’
২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন কোহালি। ২০১২ সালে এশিয়া কাপের আগে তিনি দলের সহ-অধিনায়ক হয়েছিলেন। ধীরে ধীরে কোহালি হয়ে ওঠেন বিশ্বের সেরা ব্যাটসম্যানদের অন্যতম। ৩১ বছর বয়সি টেস্টে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরির মালিক। তার দ্বিশতরানের সংখ্যা সাত। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরির তালিকায় তিনে রয়েছেন তিনি। ৭০টি শতরান করে ফেলেছেন তিনি।
ইউসুফের মুখে অবশ্য উঠে এসেছে পাকিস্তানের বাবর আজমের নাম। বলেছেন, ‘বাবর যে জমাট ব্যাটসম্যান, তা নিয়ে সন্দেহ নেই। কিন্তু দু’জনের মধ্যে তুলনা করা উচিত নয়। তবে দু’জনেই জবরদস্ত ব্যাটসম্যান। অবশ্য, এখন এক নম্বরে কোহালিই। ও গ্রেট ক্রিকেটার।’
খবর : আনন্দবাজার’র।
খেলা