সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »
দীর্ঘ বিরতির পর নিজেকে ফিরে পেতে নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে নাম লিখিয়েছেন তামিম ইকবাল। কিন্তু প্রথম কয়েক ম্যাচে প্রত্যাশা মতো রানের দেখা পাননি। অবশেষে সোমবার চিতওয়ান টাইগার্সের বিপক্ষে ব্যাট হেসেছে তামিমের। এদিন দলের জয় নিশ্চিত করতে ব্যাট হাতে ভূমিকা ছিল বাংলাদেশের সেরা এই ওপেনারের। চিতওয়ান টাইগার্সের দেওয়া ১৬৫ রানের লক্ষ্য ভৈরহওয়া গ্ল্যাডিয়েটর্স ছুয়ে ফেলে ১৩ বল আগে, তাও আবার ৬ উইকেট হাতে রেখেই।
বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ৩০ বলে ৪০ রানের ইনিংস খেলে শুরুর ভিত গড়ে দেন। আরেক ওপেনার প্রদীপ আইরে ৪২ বলে ৭২ রান করেছেন। তামিম ও প্রদীপের উদ্বোধনী জুটিতেই আসে ১০৬ রান। তিনে নামা উপুল থারাঙ্গার ১৯ বলে ৩৯ রানের ঝড়ো ইনিংসে শেষটা সহজেই পাড়ি দেয় ভৈরহওয়া।
এর আগে করিম জানাত (৩৫) ও মোহাম্মদ শেহজাদের (৩২) ওপর ভর করে ৮ উইকেট হারিয়ে ১৬৪ রান করে চিতওয়ান টাইগার্স।