ঢাকাসহ সারাদেশে পলিটেকনিক শিক্ষার্থীদের ব্লকেড কর্মসূচি পালন

সুপ্রভাত ডেস্ক »

ক্রাফট ইন্সট্রাকটরদের জুনিয়র ইন্সট্রাকটরদের পদে পদোন্নতি দিতে হাইকোর্টের দেয়া রায় বাতিলসহ ছয় দফা দাবিতে রাজধানী ঢাকাসহ সারা দেশে সড়ক অবরোধ করেছে পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার সকাল এগারটা থেকে ঢাকার তেজগাঁয়ে সাতরাস্তার মোড়ে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে ব্লকেড কর্মসূচি পালন করে। এর ফলে চারদিকের রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

মহাখালী, মগবাজার, কারওয়ান বাজারগামী সড়কগুলোতে এ সময় যানজটে আটকা পড়ে শত শত মানুষ, গাড়ি।

শুধু ঢাকা নয় দেশের বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ করেছে পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা। রাজশাহী ও দিনাজপুরে রেলপথ অবরোধ করায় রাজশাহী থেকে ঢাকাগামী ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

শিক্ষার্থীদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে ক্রাফট ইন্সট্রাক্টর পদবি পরিবতর্ন, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোন বয়সে ভর্তির সুবিধা বাতিল।

এদিকে বুধবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টা থেকে লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীসহ বিভিন্ন বেসরকারি ইন্সটিটিউটের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঝুমুর ইলিশ চত্বরে বিক্ষোভ করে।

এতে ঢাকা-চট্রগ্রাম রুটসহ আভ্যন্তরীণ সড়কে চলাচলকারী সকল যানবাহন বন্ধ হয়ে পড়ে। শিক্ষার্থীরা সড়ক দিয়ে কোন যানবাহন চলাচল করতে দেয়নি৷ ফলে চরম দুর্ভোগের কবলে পড়ে সড়কে চলাচলকারী যাত্রীরা।

সিরাজগঞ্জে ৬ দফা দাবীতে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা শহরের রেলগেট এলাকায় বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করেছে। বুধবার (১৬ এপ্রিল) সকাল ১১টার দিকে এই কর্মসূচি শুরু হয়। তখন আন্দোলনরত শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে নানা স্লোগানে দাবি তুলে ধরেন। এর ফলে তখন জেলা শহর থেকে যানবাহন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়ে এবং মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

নরসিংদিতে সকাল সাড়ে ১০টা থেকে মহাসড়কের সাহেপ্রতাপ এলাকায় অবরোধ করে রাখে নরসিংদী পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা। এতে ঢাকা-সিলেট মহাসড়কের দুই দিকে বেশ কয়েক কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। পরে নরসিংদীর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের আশ্বাসের ভিত্তিতে দুপুর সাড়ে ১২টার দিকে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।