নিজস্ব প্রতিবেদক »
বৃষ্টি হওয়ায় সাথে সাথে চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। গত চব্বিশ ঘণ্টায় নগরে ১১৪ জন এবং উপজেলায় ২০৬ জন আক্রান্ত হয়েছেন। গতকাল বুধবার চট্টগ্রাম সিভিল সার্জনের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয় চট্টগ্রাম জেলায় চব্বিশ ঘণ্টায় চমেক হাসপাতালে ৭৭ জন, জেনারেল হাসপাতালে ১২ জন, অন্যান্য হাসপাতালে ৫৮ জন ডেঙ্গু রোগে শনাক্ত হন।উপজেলার মধ্যে সবচেয়ে পটিয়ায় ৩২ জন। এছাড়া আনোয়ারায় ২৪ জন, মিরসরাইয়ে ১৬ জন, সীতাকু-ে ৫ জন, সন্দ্বীপে ১ জন, ফটিকছড়ি ১২ জন, হাটহাজারীতে ৭ জন, রাউজানে ৭ জন, বোয়ালখালীতে ১৭ জন, বাঁশখালী ১৬ জন, কর্ণফুলীতে ৫ জন, চন্দনাইশ ২৮ জন, সাতকানিয়ায় ১৩ জন ও লোহাগাড়ায় ১১ জন।
এদিকে, ডেঙ্গু প্রতিরোধে করণীয় প্রসঙ্গে চমেক হাসপাতালের মেডিসিন ওর্য়াডের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এম এ সাত্তার বলেন, বৃষ্টি হলে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকে।
জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ থাকে। এটা একটি প্রাণঘাতী ভাইরাস রোগ। তবে সচেতন হলে এটি প্রতিরোধ করা যায়। এ জন্য আমাদের প্রথম দরকার ঘর-বাড়ি চারপাশ পরিষ্কার রাখা। এডিস মশা যেহেতু স্বচ্ছ পানিতে ডিম পাড়ে তাই বাসার ফুলদানি, কোন অব্যবহৃত কৌটা, ডাবের খোসা, কিংবা পরিত্যক্ত টায়ার থাকলে সেগুলো দ্রুত সরিয়ে ফেলা।
লক্ষ্য রাখতে হবে যেন বাথরুমে বা অন্য কোথাও পাঁচদিনের বেশি পানি জমানো অবস্থায় না থাকে। এছাড়া ঘুমানোর আগে মশারি টাঙিয়ে নিতে হবে। কারো জ্বর হলে অবশ্যই ডেঙ্গু পরীক্ষা করতে হবে। অবস্থা বেশি সিরিয়াস হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।