‘ডেঙ্গু প্রতিরোধে সরকার ব্যর্থ’

মহানগর বিএনপির লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক »

বিএনপি’র ভাইস চেয়ারারম্যান মোহাম্মদ শাহজাহান বলেছেন, ‘সরকার ডেঙ্গু প্রতিরোধে ব্যর্থতার পরিচয় দিয়েছে। তবে অর্থ লুটপাটে পরিপক্ষতা দেখিয়েছে। ঢাকা সিটি করপোরেশন মশা নিধনের যন্ত্রপাতি কিনেছে। যন্ত্রপাতি কেনার কথা ছিল সিঙ্গাপুর থেকে। সে যন্ত্রপাতি কিনেছে চীন থেকে। তার কারণে যতই মশা নিধনের চেষ্টা করুক না কেনো মশা মরবেনা।’

তিনি গতকাল বৃহস্পতিবার বিকালে রিয়াজউদ্দিন বাজারস্থ তিন পুলের মোড়ে ডেঙ্গু সচেতনতায় চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এ সময় নেতা-কর্মীরা তিন পুলের মোড়, জুবিলী রোড, এনায়েত বাজার, লাভ লেইন হয়ে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয় পর্যন্ত লিফলেট বিতরণ করেন।

মো. শাহজাহান আরো বলেন, আমি আহ্বান জানাবো নগরীর বিভিন্ন জায়গায় যাতে বিএনপির পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে ক্যাম্প বসানো হয়। যে ক্যাম্পে ডেঙ্গু রোগী আসলে তাকে চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া হবে। রক্তের প্রয়োজন হলে বিএনপির নেতাকর্মীরা গিয়ে রক্ত দেবে। রক্ত শুধু আন্দোলনে দিলে হবে না ,মানুষ বাঁচাতেও রক্ত দিতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে এ এম নাজিম উদ্দীন বলেন, ডেঙ্গুতে মৃত্যু কমছে না। তা প্রতিনিয়ত বাড়ছে। কিন্ত এই বড় সমস্যাকে আমলে নেওয়া হচ্ছে না।

মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, এ ভয়াবহ রোগের পুনরাবৃত্তি হওয়া সত্ত্বেও আগাম কোনো সতর্কতা জারি করা হয়নি। নেই কোনো প্রতিরোধের উদ্যোগ।

দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, ডেঙ্গু মোকাবিলা না করে ক্ষমতাসীনরা এখন বিদেশিদের সাথে ছবি তুলতে ব্যস্ত। মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাচ্ছে সে দিকে তাদের নজর নেই।

মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব আবুল হাশেম বক্করের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দীন, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম, মহানগর যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, মো. শাহ আলম, ইসকান্দর মির্জা, আবদুল মান্নান, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন, আহ্বায়ক কমিটির সদস্য নিয়াজ মো. খান, ইকবাল চৌধুরী, আর ইউ চৌধুরী শাহীন, আবুল হাশেম, আনোয়ার হোসেন লিপু, মো. কামরুল ইসলাম, দক্ষিণ জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী মহসিন, নাজমুল মোস্তফা আমিন, মুজিবুর রহমান চেয়ারম্যান,মোস্তাফিজুর রহমান, নুরুল কবির, ইসহাক চৌধুরী, হামিদুল হক মান্নান চেয়ারম্যান, শফিকুল ইসলাম, মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মো. শাহজাহান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, বিভাগীয় শ্রমিকদলের সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহার, কেন্দ্রীয় জাসাসের সদস্য আমিনুল ইসলাম, থানা বিএনপির সভাপতি মন্জুর রহমান চৌধুরী, মামুনুল ইসলাম হুমায়ুন, আবদুল্লাহ আল হারুন, থানা সাধারণ সম্পাদক হাজী বাদশা মিয়া, জসিম উদ্দিন জিয়া, মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, জাসাসের সদস্য সচিব মামুনুর রশীদ শিপন, দক্ষিণ জেলা ছাত্রদলের আহবায়ক রবিউল হোসেন রবি, সদস্য সচিব কামরুদ্দীন সবুজ প্রমুখ।