সুপ্রভাত ডেস্ক :
আসছে ৪ ডিসেম্বর ভারতে মুক্তি পেতে যাচ্ছে বহুল আলোচিত ছবি ‘মুলান’। না, প্রেক্ষাগৃহে নয়। বরং অনলাইন স্ট্রিমিং ডিজনি হটস্টারে ছবিটি দেখতে পারবেন ভারতীয় দর্শক। ইংরেজি ছাড়াও ছবিটি হিন্দি, তামিল ও তেলেগু ভাষাতে মুক্তি পাবে।
‘মুলান’ দেখতে ভারতীয় দর্শকদের ব্যয় করতে হবে না অতিরিক্ত কোন মূল্য। যেখানে গত ২ সেপ্টেম্বর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের দর্শকরা ছবিটি দেখার জন্য অতিরিক্ত ব্যয় করছেন ৩০ ডলার। বর্তমানে সেটি কার্যকর থাকলেও আগামি ৪ ডিসেম্বর থেকে ছবিটি ডিজনি হটস্টারে বিনামূল্যে দেখা যাবে।
যদিও ২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে ছবিটি মুক্তির পর এরইমধ্যে পাইরেসির কবলে পড়েছে ‘মুলান’। ‘মুলান’ মূলত চীনের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে নির্মিত একটি ছবি। যা নিকি ক্যারো পরিচালিত ১৯৯৮ সালে মুক্তি প্রাপ্ত ‘দ্য বালড অব মুলান’ নামের একটি চীনা অ্যানিমেটেড লাইভ-অ্যাকশন সিনেমার রিমেক। খবর : ডেইলিবাংলাদেশ’র।
বিনোদন