ডিসেম্বরে বাংলাদেশে আসছে ভারত

চট্টগ্রামে হবে এক টেস্ট ও ওডিআই

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক

দীর্ঘদিন পর দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ভারতীয় ক্রিকেট দল। ২০১৫ সালে সর্বশেষ বাংলাদেশ সফরে তিন ওয়ানডে ও একটি টেস্ট খেলেছিল ভারত। বিসিবি সূত্রে জানা গেছে, ভারতের বিপক্ষে হোম সিরিজে থাকছে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট। খসড়া সূচি অনুযায়ী আগামী ১ ডিসেম্বর ঢাকায় পা রাখবে ভারতীয় দল। খবর ডেইলি-বাংলাদেশ’র
সিরিজের শুরুতে তিন ওয়ানডে ও পরে দুটি টেস্ট অনুষ্ঠিত হবে। ওয়ানডেগুলো অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ ৪, ৭ ও ১০ ডিসেম্বর। পরে ১৪-১৮ ডিসেম্বর প্রথম টেস্ট এবং ২২-২৬ ডিসেম্বর দ্বিতীয় টেস্ট মাঠে গড়ানোর কথা। এই সিরিজের মাধ্যমে অস্ট্রেলিয়ায় আইসিসি টি-২০ বিশ্বকাপের পরপরই আন্তর্জাতিক ক্রিকেটে নেমে পড়বে বাংলাদেশ দল। বিসিবি সূত্রে জানা গেছে, এই সফরে জাতীয় দলের সঙ্গে ভারতের ‘এ’ দলও বাংলাদেশে পাঠাবে বিসিসিআই। বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচ খেলবে ভারত ‘এ’ দল। সিরিজের প্রথম দুটি ওয়ানডে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে, পরে তৃতীয় ওয়ানডে ও প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট হবে মিরপুরে। তবে ওয়ানডে সিরিজটা আইসিসি ওডিআই সুপার লিগে অংশ নয় বলে পূর্ণ শক্তির ভারতীয় দল আসার সম্ভাবনা কম।
রোহিত-কোহলিদের বিশ্রাম দিয়ে শিখর ধাওয়ানের নেতৃত্বে দল পাঠাতে পারে বিসিসিআই। দুই ম্যাচের টেস্ট সিরিজটা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।