ডা.শাহাদাত মেয়র হিসেবে শপথ নিচ্ছেন কাল

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দায়িত্ব নেবেন মঙ্গলবার

ডা. শাহাদাত হোসেন। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক »

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র হিসেবে কাল শপথ নিচ্ছেন বিএনপি নেতা ডা.শাহাদাত  হোসেন। আগামী মঙ্গলবার তিনি মেয়র হিসেবে দায়িত্ব নেবেন।

সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, কাল সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে ডা. শাহাদাত হোসেনকে শপথবাক্য পাঠ করাবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ।

শপথ অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গ ছাড়াও  বিএনপির  বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকার কথা রয়েছে।

এ প্রসঙ্গে চট্টগ্রাম মহানগর বিএনপির দফতরের দায়িত্বরত ইদ্রিস আলী জানান, ডা. শাহাদাতের শপথ গ্রহণ উপলক্ষে চট্টগ্রাম থেকে অন্তত দেড় থেকে দুই হাজার নেতাকর্মী ঢাকায় অবস্থান করছেন। আগামী মঙ্গলবার শাহাদাত হোসেন চট্টগ্রামে ফিরে মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ নেবেন।

দলীয় সূত্রে জানা গেছে, ডা. শাহাদাত হোসেন মেয়র হিসেবে শপথ নেয়ার পর বিএনপির প্রতিষ্ঠাতা ও বাংলাদেশের  প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর তিনি  রাজধানীর পুরান পল্টনে বিএনপির দলীয় কার্যালয় সংলগ্ন জোনাকি কমিউনিটি সেন্টারে আয়োজিত এক মেজবানে অংশ নেবেন।

উল্লেখ্য, চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচন নিয়ে বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের করা মামলায় গত ১ অক্টোবর চট্টগ্রামের যুগ্ম জেলা ও দায়রা জজ এবং নির্বাচনি ট্রাইব্যুনাল মোহাম্মদ খাইরুল আমীনের আদালত তাকে মেয়র ঘোষণা করে রায়  দেন। একইসঙ্গে ১০ দিনের মধ্যে নির্বাচন কমিশন সচিবকে গেজেট প্রকাশ করার জন্য নির্দেশ দেন।

২০২১ সালের ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ওই নির্বাচনের ঘোষিত ফলাফল অনুযায়ী তিন লাখ ৬৯ হাজার ২৪৮ ভোট পাওয়ায় নৌকার প্রার্থী রেজাউল করিম চৌধুরীকে বিজয়ী ঘোষণা করা হয়। ঘোষণা অনুসারে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মেয়রপ্রার্থী শাহাদাত হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছিলেন ৫২ হাজার ৪৮৯ ভোট। এরপর ভোটে কারচুপির অভিযোগে মামলা করেন ডা. শাহাদাত। সে মামলায় গত ৮ অক্টোবর নির্বাচন কমিশন শাহাদাত হোসেনকে জয়ী  ঘোষণা করে রাতে গেজেট প্রকাশ করা হয়।