ষোলশহর স্টেশন পরিদর্শনে রেলওয়ে মহাপরিদর্শক
বাংলাদেশ রেলওয়ের মহাপরিদর্শক অসীম কুমার তালুকদার বলেন, বাংলাদেশের যোগাযোগ খাতে সহজলভ্য ও নিরাপদ বাহনের ক্ষেত্রে রেলওয়ের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। রেলওয়ে উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় চট্টগ্রাম থেকে কক্সবাজার রেলওয়ে যোগাযোগ ব্যবস্থার যুগান্তকারী পদক্ষেপ ইতিমধ্যেই প্রায় ৭০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। কক্সবাজার রেলওয়ে স্টেশন হবে আইকনিক স্টেশন। আগামীতে রেলওয়েকে নিরাপদ রাখতে রেলওয়ের প্রতিটি স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা হতে শুরু করে কর্মচারী পর্যন্ত সকলকে সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। বিশেষ করে ট্রেন দুর্ঘটনা রোধে স্টেশন সংশ্লিষ্ট সকলকে সচেতনতার সাথে দায়িত্ব পালন করতে হবে। ট্রেন দুর্ঘটনা প্রতিরোধে স্টেশন মাস্টারদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি স্টেশন মাস্টারের অধীনে সকল কর্মকর্তা কর্মচারীকে আন্তরিকতার সাথে অর্পিত দায়িত্ব পালনের উপরও গুরুত্বারোপ করেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় ষোলশহর জংশন স্টেশন পরিদর্শনকালে তিনি উপরোক্ত আহ্বান জানান। চট্টগ্রাম বিভাগের দোহাজারী সেকশনে বার্ষিক স্টেশন পরিদর্শনকালে ষোলশহর জংশন স্টেশন মাস্টারের কার্যালয়ে তিনি বিভিন্ন দাপ্তরিক নথিপত্র যাচাই করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের জি.এম, রেলওয়ে বিভিন্ন বিভাগের প্রধান কর্মকর্তা-সহকারী কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা। ষোলশহর স্টেশনে পৌঁছলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান স্টেশন মাস্টার মো. জাফর উল্লাহ মজুমদার। বিজ্ঞপ্তি