টেস্টে মুশফিকের যত রেকর্ড

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »

রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি করেছেন মুশফিকুর রহিম। এই সেঞ্চুরির মধ্যে দিয়ে পাকিস্তানের বিরুদ্ধেটেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখাও পেয়েছেন এই উইকেটকিপার ব্যাটার। টেস্টে মুশফিকের আরও কয়েকটি কীর্তি রয়েছে যা সাদা পোশাকের মতোই উজ্জ্বল ও ঝলমলে। টেস্টে মুশফিকের ১১টি সেঞ্চুরি বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে তামিম ইকবালের সঙ্গে ১০টি সেঞ্চুরি নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে ছিলেন। রাওয়ালপিন্ডিতে তামিমকে ছাড়িয়ে গেছেন। মুশফিকের সামনে এখন কেবল মুমিনুল হক। টেস্টে ১২টি সেঞ্চুরি নিয়ে বাংলাদেশীদের মধ্যে শীর্ষে আছেন মুমিনুল। পাকিস্তানের সাথে খেলতে নেমে আরও একটি রেকর্ড গড়েছেন মুশফিক। সেঞ্চুরি করার পথে টেস্টে ১২ হাজার বল খেলে ফেলছেন দলের এই অভিজ্ঞ ব্যাটার। প্রথম বাংলাদেশী হিসেবে এই রেকর্ডে নাম লিখিয়েছেন ‘মিস্টার ডিপেন্ডবল’ খ্যাত এই ক্রিকেটার। তার পেছনে আছেন তামিম ইকবাল। পাকিস্তানের বিরুদ্ধে শতরান পেরিয়ে যাওয়ার আগেই দেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রানও করেছেন মুশফিক। এখানেও তার সামনে আছেন কেবল তামিম ইকবাল। যেহেতু এই টেস্টে তামিম খেলছেন না। তাই দেশসেরা ওপেনারকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ থাকছে মুশফিকের সামনে।
বাংলাদেশী ক্রিকেটারদের মধ্যে টেস্টে সবচেয়ে বেশি চার হাঁকানোর দিক থেকেও এগিয়ে আছেন মুশফিক। তিনি চার মেরেছেন ৬৮৭টি। এখানেও তিনি পেছনে ফেলেছেন তামিম ইকবালকে। খবর রাইজিংবিডি.কম’র