সুপ্রভাত স্পোর্টস ডেস্ক
পাকিস্তানের বিরুদ্ধে পর পর দু’টেস্ট হারায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে কোনও পয়েন্ট পায়নি বাংলাদেশ। ফলে তালিকার শেষে ছিল তারা। তবে নিউজিল্যান্ডকে প্রথম টেস্টে হারিয়ে বড় লাফ দিয়েছে বাংলাদেশ। একেবারে পঞ্চম স্থানে পৌঁছে গেলেন তাঁরা। তালিকায় ভারতের পরেই রয়েছে বাংলাদেশ।
আইসিসি-র প্রকাশিত নতুন তালিকায় শতাংশের নিরিখে শীর্ষে অস্ট্রেলিয়া। তাদের জয়ের শতাংশ ১০০। শ্রীলঙ্কারও জয়ের শতাংশ ১০০। তার পরেই পাকিস্তানের জয়ের শতাংশ ৭৫.০০। ভারত এবং বাংলাদেশের জয়ের শতাংশ যথাক্রমে ৬৩.০৯ ও ৩৩.৩৩।