নিজস্ব প্রতিনিধি, টেকনাফ
কক্সবাজারের টেকনাফে ৫ কোটি ৬৭ লাখ টাকার মূল্যমানের ১ কেজি ৭৪ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (২বিজিবি)।
গতকাল বুধবার ভোরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের সম্মানঘাট সংলগ্ন নাফনদীর তীর থেকে আইস ও ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার। তিনি জানান, বুধবার ভোরে হ্নীলা বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-১৩ ও ১৪ মাঝ বরাবর সম্মানঘাট এলাকা সংলগ্ন নাফ নদী দিয়ে একজন লোককে বাংলাদেশের অভ্যন্তরে বেড়িবাঁধের দিকে আসতে দেখে টহলদল। উক্ত ব্যক্তিকে টহলদল চ্যালেঞ্জ করে। কিন্তু ঐ ব্যক্তি তার হাতে থাকা একটি পোটলা ফেলে নাফ নদী সাঁতরে দ্রুত মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।
পরে টহলদল উক্ত স্থানে পৌঁছে তল্লাশি চালিয়ে একটি পোটলা উদ্ধার করে। ওই পোটলার ভিতর থেকে ১ কেজি ৭৪ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ৫ কোটি ৬৭ লাখ টাকা। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।