নিজস্ব প্রতিনিধি, টেকনাফ :
কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় সরকারের ৬৫ দিন নিষেধাজ্ঞা অমান্য করে বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে বৃষ্টি ও ভয়ংকর ঢেউয়ের তলে পড়ে নৌকা ডুবিতে এক জেলে নিখোঁজ হয়েছে।
জানা যায়, ১৯ জুলাই রোববার ভোররাতে বাহারছড়া ইউনিয়নের শামলাপুর মৎস্যঘাটে স্থানীয় মৌলভী ছৈয়দ করিমের নৌকা ডুবে আব্দু সালাম (৪৫) নামে এক রোহিঙ্গা জেলে নিখোঁজ হয়েছে। নিখোঁজ জেলে সেই নৌকার মাঝি বলে জানা গেছে। এদিকে ভারীবর্ষণে সমুদ্রে ভয়ানক স্রোত ও ঢেউয়ের অনবরত সারি অন্যদিকে সরকারি নিষেধাজ্ঞা আরোপ না মেনে নৌকা নামতে গিয়ে দুর্ঘটনা হচ্ছে।
সমুদ্রে মাছ শিকারে যাওয়া অনেক জেলে সাঁতার জানে না তবু নৌকা ডুবির দুর্ঘটনা থেকে বাচঁতে জুন-জুলাইয়ের মত ভয়াবহ পরিস্থিতিতেও নেই কোন কন্টিনার বা ভাসামান কোন জ্যাকেট। নৌকা ডুবে নিখোঁজের বিষয় টা নিশ্চিত করেন টেকনাফের বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৌলভী আজিজ।