নিজস্ব প্রতিনিধি, টেকনাফ :
টেকনাফে অভিযান চালিয়ে মালিকবিহীন ১ লাখ ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ডের সদস্যরা। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে টেকনাফের সাবরাং ইউনিয়নের বড় খাল সংলগ্ন নাফ নদীতে অভিযান চালিয়ে ইয়াবার এ চালানটি জব্দ করা হয়।
এ ঘটনায় ইয়াবা পাচারে জড়িত কাউকে আটক করা যায়নি। যার বাজার মূল্য আনুমানিক মূল্য ৩ কোটি টাকা।
কোস্টগার্ড পূর্ব জোনের টেকনাফ স্টেশন কমান্ডার লে. কমান্ডার সাইয়েদুল মোরসালিন জানান, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান পাচারের নিজস্ব গোপন সংবাদের ভিত্তিতে নাফ নদীতে টহল জোরদার করা হয়। এক পর্যায়ে রাত সাড়ে ১২টার দিকে নদী সাঁতরে একজন পাচারকারী একটি বস্তা নিয়ে অনুপ্রবেশ করতে থাকে। এসময় কোস্টগার্ডের সদস্যরা স্পিড বোট যোগে ধাওয়া করলে বস্তা ফেলে পালিয়ে যায় পাচারকারী। পরে গণনা করে ১ লাখ ৫ হাজার ইয়াবা পাওয়া যায়।
কোস্টগার্ড কর্মকর্তা আরো জানান, এসময় পাচারকারী সাঁতরে সীমান্তের জিরো লাইন অতিক্রম করাই তাকে আটক করা সম্ভব হয়নি।
এ মুহূর্তের সংবাদ