টি-টোয়েন্টি সিরিজ, বাংলাদেশ ও অস্ট্রেলিয়া দল ঘোষণা

অনুশীলনে বাংলাদেশ ক্রিকেট দল। ছবি: বিসিবি

সুপ্রভাত ডেস্ক »

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে রোবরাব মধ্যরাতে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘরের মাঠের এই সিরিজে বাংলাদেশ দলে কারা থাকবেন, সেটা আগে থেকেই সকলের জানা ছিল। আনুষ্ঠানিকতা সারতে মধ্যরাতের এই প্রেসরিলিজ।

বিসিবিকে বেশ কয়েকটি শর্ত মানিয়ে বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়া। এর মধ্যে একটি, তারা ঢাকা রাখায় পা রাখার ১০ দিন আগে থেকে বাংলাদেশ দলের ক্রিকেটার, কোচিং স্টাফ, ম্যাচ অফিসিয়ালদের কোয়ারেন্টিনে থাকতে হবে। সিরিজ চলাকালীন কোনো ক্রিকেটারকে স্কোয়াডে যুক্ত করা যাবে না।

এ কারণে জিম্বাবুয়ে থেকে দেশে ফিরে সরাসরি জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করে বাংলাদেশ দল। জিম্বাবুয়ে থেকে ফিরে জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করা ১৭ ক্রিকেটারকে টি-টোয়েন্টি দলে রাখা হয়েছে।

বাংলাদেশ স্কোয়াড

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন ধ্রুব, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, মাহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ,শরিফুল ইসলাম, রুবেল হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন ও তাইজুল ইসলাম।

অস্ট্রেলিয়ার ওয়েস্ট ইন্ডিজ সফরের সময়েই নিশ্চিত হয়ে গিয়েছিল অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চ খেলতে পারছেননা। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষ করে অজি দল সেখান থেকেই এসেছে বাংলাদেশে । তিন দিনের কোয়ারেন্টাইন শেষে নেমে পড়েছে অনুশীলনেও। কিন্তু অধিনায়ক কে হবেন দলের, সে প্রশ্নের উত্তরে অজি বোর্ড বলছিল না কিছু, অবশেষে উত্তর এসেছে ম্যাচের আগের দিন। বাংলাদেশের বিপক্ষে সিরিজে অধিনায়ক থাকবেন ম্যাথিউ ওয়েড।

অধিনায়কত্বের স্বাদ অবশ্য ওয়েডের কাছে নতুন কিছু নয়। এর আগেও অস্ট্রেলিয়ার নেতৃত্ব দিয়েছেন তিনি। সেটাও টি-টোয়েন্টিতেই। গেল বছর ভারতের বিপক্ষে ঘরের মাঠে একমাত্র টি টোয়েন্টিতে দলের অধিনায়কত্ব করেছেন তিনি। বনে গিয়েছিলেন দলটির ১১তম টি-টোয়েন্টি নেতা। সে পরীক্ষাই বাংলাদেশের বিপক্ষে আরও একবার দিতে হচ্ছে তাকে।

অস্ট্রেলিয়া স্কোয়াড

ম্যাথু ওয়েড (অধিনায়ক), মিচেল স্টার্ক, জশ হেইজেলউড, অ্যাশটন অ্যাগার, অ্যালেক্স ক্যারি, ওয়েস অ্যাগার, অ্যাডাম জ্যাম্পা, মিচেল সোয়েপসন, জেসন বেরেনডর্ফ, মোজেস হেনরিকস, ড্যান ক্রিশ্চিয়ান, মিচেল মার্শ, বেন ম্যাকডারমট, রাইলি মেরেডিথ, জশ ফিলিপ, অ্যাশটন টার্নার, ও অ্যান্ড্রু টাই।

বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আগামী ৩ আগস্ট শুরু হচ্ছে। ২য় ম্যাচ ৪ আগস্ট, ৩য় ম্যাচ ৬ আগস্ট, ৪র্থ ম্যাচ ৭ আগস্ট এবং শেষ ম্যাচ ৯ আগস্ট। সবগুলো ম্যাচ সন্ধ্যা ৬টায় মিরপুর স্টেডিয়ামে অনুষ্টিত হবে।