সুপ্রভাত ডেস্ক :
মাত্র তিন মিনিটের গান। তাতেই ইউটিউবের গ্লোবাল কাউন্টারে উঠে এসেছে এক নম্বরে! আর হিট? কয়েক ঘণ্টায় পেলো দেড় কোটি ভিউ। দিনের ব্যবধানে ছাড়িয়ে গেলো তিন কোটির ঘর!
বলা হচ্ছে ‘মিমি’ ছবির গান ‘পরম সুন্দরী’ টাইটেলটির কথা। শ্রেয়া ঘোষালের গাওয়া এ আইটেম গানেই এখন মেতেছে মোজার্ট অব মাদ্রাজ ওরফে এ আর রহমানের ভক্তরা। রহমানের একটু ‘কঠিন’ গানে যাদের কিঞ্চিৎ অ্যালার্জি ছিল, তারা এখন জোরসে গলা মেলাচ্ছেন ‘পরম সুন্দরীর’ সুফি ঘরানার পপ টিউনে। আবার আইটেম গানের কথা শুনলেই যারা মুখ বাঁকিয়ে কানে হাত দিতেন, তারাও গুন গুন করছেন ‘রোমিও রোমিও’ বলে। কেউ আবার বলছেন, ‘এ গানের প্রথম শ্রবণে আপনি রহমানের ম্যাজিকটা ঠিক ধরতে পারবেন না। এটা স্লো পয়জন। ধীরে ধীরে আক্রান্ত হবেন। এরপর দেখবেন দিনে দশবারও শুনছেন।’
ইউটিউবে কমেন্টও পড়ছে ফুলবৃষ্টির মতো- ছাড়িয়েছে লাখের ঘর। তাতে গানবোদ্ধারা বলছেন, এ গানের ফাঁকে ফাঁকে আলাদা ‘একটা কিছু’ আছে। এ কারণে দৃশ্যায়নেও আছে সুফিবাদের ছোঁয়া। আবার আইটেম গানের দর্শক-শ্রোতারাও কৃতী শ্যাননের ড্যান্স মুভ থেকে চোখ সরাতে পারবেন না সহজে। এদিকে যারা বিয়ে বাড়িতে ফুল ভলিউমে বাজানোর জন্য ভদ্রোচিত একটা ট্র্যাকের সন্ধানে ছিলেন, তারাও চেঁচাচ্ছেন ‘পেয়েছি! পেয়েছি!’ বলে।
অপেক্ষা এখন ‘মিমি’র বাকি গানগুলোর। ততদিন গুন গুন চালিয়ে যাওয়ার মতো একটা ট্র্যাক তো আছেই। খবর বাংলাট্রিবিউন’র



















































