নিজস্ব প্রতিবেদক »
চট্টগ্রামের খুলশী থানার ঝাউতলা রেলক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় ট্রাফিক পুলিশের এক সদস্যসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন।
শনিবার (৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম নগরের জাকির হোসেন সড়কের ঝাউতলা রেলগেটের এক পাশে লোহার বার ফেলা ছিল। তবে অন্য পাশ ছিল খোলা। গেট খোলা থাকায় একটি সিএনজি অটোরিকশা উল্টো পথে গিয়ে রেললাইন অতিক্রম করতে চেয়েছিল। ওই সময় একটি বাসও তড়িঘড়ি পার হওয়ার জন্য অটোরিকশাটির পেছনে ছিল। বাসটি অটোরিকশাকে ধাক্কা দিলে এটি রেললাইনে গিয়ে পড়ে। ওই সময় জাকির হোসেন সড়কের ওই লেভেল ক্রসিং দিয়ে একটি ডেমু ট্রেন ষোলশহর থেকে চট্টগ্রাম স্টেশনে যাওয়ার সময় ট্রেনের সঙ্গে এই ত্রিমুখী সংঘর্ষ হয়।
সেখানে গাড়িগুলোকে থামানোর চেষ্টা করার সময় দুর্ঘটনার কবলে পড়ে নিহত হন ট্রাফিক পুলিশের এক সদস্য। নিহত ট্রাফিক পুলিশের নাম মনির হোসেন (৪০)।
নিহতদের মধ্যে একজনের নাম বাহাউদ্দিন আহমেদ (৩০)। তার বাড়ি পাঁচলাইশে।
এই দূঘর্টনার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুর্ঘটনার পর থেকে গেটম্যান আশরাফুল আলমগীর ভূঁইয়া পলাতক রয়েছেন।