সুপ্রভাত ডেস্ক রির্পোট »
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আগুনে পুড়ে গেছে হাসেম ফুডস কারখানা। উপজেলার কর্ণগোপ এলাকায় সেজান জুস, কোমল পানীয় ও বিভিন্ন খাদ্য সামগ্রী তৈরির ওই কারখানায় বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে লাগা আগুন শুক্রবার বেলা ১২টা পর্যন্ত নেভানো যায়নি। ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট সেখানে কাজ করছে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আগুনে পোড়া হাসেম ফুডস কারখানা থেকে আরও ৪৯টি লাশ উদ্ধার করা হয়েছে, মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫২ জন।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জ অফিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন শুক্রবার দুপুরে ঘটনাস্থলে এ তথ্য জানান।
দীর্ঘ সময়ের চেষ্টায় আগুন নিভলে শুক্রবার (৯ জুলাই) দুপুর সোয়া একটার পর কারখানার অভ্যন্তর থেকে লাশগুলো বের করতে থাকেন উদ্ধারকর্মীরা।


















































