চট্টগ্রামে এর সিআরবি এলাকায় প্রাণ প্রকৃতি ধ্বংস করে হাসপাতাল ও বাণিজ্যিক স্থাপনা নির্মাণ বন্ধ করার দাবিতে গণসংহতি আন্দোলন চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে গতকাল বুধবার সকাল ১১টায় সিআরবি সাতরাস্তা’র মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের চট্টগ্রাম জেলা সমন্বয়ক হাসান মারুফ রুমী’র সভাপত্বিতে ও সদস্য সচিব ফরহাদ জামান জনি’র পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলন চট্টগ্রাম জেলার নেতা অ্যাডভোকেট ফাহিম শরীফ খান, শ্রমিক নেতামির্জা আবুল বশরসহ সংগঠনের নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, হাসপাতাল শহরের নাগরিকদের জন্য খুব গুরুত্বপূর্ণ কিন্তু বিদ্যমান যে হাসপাতাল রয়েছে তাতে আধুনিকায়ন না করে, সাধারণ জনগণের চিকিৎসা পাওয়ার আয়োজন নিশ্চিত না করে, আরো বাণিজ্যিক হাসপাতাল নির্মাণের করার মাধ্যমে সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় নির্দিষ্ট কিছু মুনাফাভোগী ব্যবসায়ীর পক্ষ নিচ্ছে ।
নেতারা আরো বলেন, অবিলম্বে এই প্রাণ-প্রকৃতি বিধ্বংসী ও ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এলাকা ধ্বংসের তৎপরতা বন্ধ করতে হবে। বিজ্ঞপ্তি
মহানগর