জেল হত্যা দিবসের আলোচনা সভা
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি বলেছেন, বঙ্গবন্ধুর অবর্তমানে জাতিকে নেতৃত্বশূন্য করে স্বাধীনতার চেতনা ধূলিসাৎ করে পাকিস্তানি ধারায় দেশকে নিয়ে যাওয়ার এক গভীর ষড়যন্ত্রের অংশ হিসাবে ঢাকা কেন্দ্রীয় কারাগারে চার জাতীয় নেতাকে হত্যা করা হয়। জেলখানায় ইতিহাসের এই নিষ্ঠুর হত্যাযজ্ঞ সমগ্র বিশ্বকে স্তম্ভিত করেছে। তিনি গতকাল মঙ্গলবার সকাল ১০টায় চট্টগ্রাম প্রেস ক্লাব বঙ্গবন্ধু হলে জেলহত্যা দিবস পালন উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, বাঙালি জাতির ইতিহাসে জাতীয় চার নেতার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। জাতীয় চার নেতার আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে, যাতে তরুণরা মুক্তিযুদ্ধ ও যুদ্ধ পরবর্তী সময়ের সঠিক ইতিহাস জানতে পারে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি আবুল কালাম চৌধুরী, সহ সভাপতি মো. ইদ্রিস, অ্যাডভোকেট মির্জা কছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জহির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, শ্রম সম্পাদক খোরশেদ আলম, দপ্তর সম্পাদক আবু জাফর, শিক্ষা সম্পাদক বোরহান উদ্দিন এমরান, প্রচার সম্পাদক নুরুল আবছার চৌধুরী, ধর্ম সম্পাদক অ্যাডভোকেট আবদুল হান্নান চৌধুরী মঞ্জু, বন সম্পাদক অ্যাডভোকেট মুজিবুল হক, গোলাম ফারুক ডলার, তথ্য ও গবেষণা সম্পাদক আবদুল কাদের সুজন, অ্যাডভোকেট কামরুন নাহার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. তিমির বরণ চৌধুরী, বিজয় কুমার বড়–য়া, দক্ষিণ জেলা আওয়ামী লীগ সদস্য চেয়ারম্যান ওমর ফারুক, মোস্তাক আহমদ আঙ্গুর, সৈয়দুল মোস্তফা চৌধুরী রাজু, চেয়ারম্যান নাসির আহমদ, ছিদ্দিক আহমদ বি.কম, মাহবুবুর রহমান শিবলী, এ কে আজাদ, চন্দনাইশ পৌরসভা মেয়র মাহবুবুল আলম খোকা, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো. জোবায়ের, দিদারুল আলম, এম হোসাইন কবির, মাহবুবুর রহমান চৌধুরী, আইয়ুব বাবুল, মৌলভী নুর হোসেন, চেয়ারম্যান শফিউল আজম শেফু, মকসুদুর রহমান, ফেরদাউস বেগম, জীবন আরা বেগম, নাছিমা আক্তার, দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি এস এম বোরহান উদ্দিন, রাশেদুল আরেফিন জিসান, মো. আবু তাহের প্রমুখ।
মহানগর ছাত্রলীগ
জেল হত্যা দিবসে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এতে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগের উপ-অর্থ বিষয়ক সম্পাদক ইমরান আলী মাসুদ, উপ আইন বিষয়ক সম্পাদক মুনির চৌধুরী, উপ ধর্ম বিষয়ক সম্পাদক রাশেদ চৌধুরী, উপ ছাত্র-বৃত্তি বিষয়ক সম্পাদক হুমায়ন কবির আজাদ, উপ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রায়হানুল কবির শামীম, উপ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাছির উদ্দিন কুতুবী, সহ সম্পাদক অরভিন সাকিব ইভান, ওসমান গনি, সদস্য সজীব রিদওয়ানুল কবির, আবু সায়েম, নেওয়াজ খান, ওমর ফারুখ সুমন, জালাল আহমেদ রানা।
বক্তারা বলেন, বাংলাদেশকে মেধাশূন্য ও নেতৃত্বশূন্য করতেই ৩ নভেম্বরের নৃশংস হত্যাকা-। ষড়যন্ত্রকারীরা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষেপ হয়েছে। বক্তারা আরো বলেন, যতদিন স্বাধীন বাংলাদেশ থাকবে, জাতীয় চার নেতার অবদান ও আত্মত্যাগ স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
মহানগর মহিলা আওয়ামী লীগ
চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন বলেছেন, চার জাতীয় নেতাকে হত্যা করে একাত্তরের পরাজিত শক্তির দোসররা এদেশকে পাকিস্তান বানাতে চেয়েছিল। দীর্ঘ একুশটি বছর সেই অপচেষ্টা অব্যাহত ছিল। কিন্তু ইতিহাসের অনিবার্য পরিণতি অনুযায়ী ঘাতকদের সেই পরিকল্পনা ব্যর্থই শুধু নয়, ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে।
জেলহত্যা দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের উদ্যোগে প্রয়াত এ.বি.এম মহিউদ্দিন চৌধুরীর চশমা হিলস্থ বাসভবনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির ভাষণে তিনি এ কথাগুলো বলেন। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাই বাঙালি জাতিসত্তার অস্তিত্ব রক্ষার প্রধান শক্তি। মহানগর মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নীলু নাগের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক মালেকা চৌধুরী, সম্পাদকম-লীর সদস্য রহমতুন্নেছা, হাসিনা আক্তার টুনু, হুরে আরা বিউটি, শারমিন ফারুক, রোকসানা আক্তার, আয়েশা আলম, সদস্য আয়েশা ছিদ্দিকা, পারভীন আক্তার, সোনিয়া ইদ্রিস, আয়েশা আক্তার পান্না, জেনিফার, শিরীন আক্তার, কামরুন নাহার বেবি, রুমানা আক্তার রুমা, শাহীন ফেরদৌসী, চেমন আরা, কান্তা ইসলাম মিনু, জোহরা বেগম, হোসনে আরা সোমা, শাহীন আক্তার রোজী, নন্দিতা দাশ গুপ্তা, জাহেদা বেগম, মনোয়ার বেগম মনি, সুলতানা, শাবানা, তপতী সেন, সানিয়া কবির, জাহেদা বেগম প্রমুখ। বিজ্ঞপ্তি