নগরীর চট্টগ্রাম জেনারেল হাসপাতালের চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
আজ ১৯ জুলাই (রোববার) শিক্ষা উপমন্ত্রী নবনির্মিত সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট, অক্সিজেন লাইন এবং রোগীদের বেডের সংস্কার কাজের অগ্রগতি পরিদর্শন করেন।
এছাড়া তিনি চিকিৎসাসেবা গ্রহণকারী এবং স্বাস্থ্যসেবা প্রদানকারীদের খোঁজখবর নেন। চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথ সার্বিক চিকিৎসা ব্যবস্থা ও হাসপাতালের চলমান উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে অবহিত করেন।
পরিদর্শনকালে শিক্ষা উপমন্ত্রী নওফেল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত প্রচেষ্টায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আধুনিক ও উন্নতমানের চিকিৎসা সামগ্রী যুক্ত হয়েছে। সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্টে সাধারণ রোগীদের অক্সিজেন সমস্যা খুব দ্রুত মিটবে। করোনা চিকিৎসায় আরও বেশি সুফল পাবেন রোগীরা।
করোনা আক্রান্তদের চিকিৎসা প্রদানে অগ্রণী ভূমিকা পালন করায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালের স্বাস্থ্যসেবার সাথে জড়িত সকলকে ধন্যবাদ জানান শিক্ষা উপমন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন ডা. মোহাম্মদ আব্দুল্লাহ, ডা. বিজন কুমান নাথ, ডা. আশফাক আহমেদ, ডা. আবুল হোসেন শাহীন, ডা. গোলাম মোস্তফা জামাল, কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসিন প্রমুখ। বিজ্ঞপ্তি