নিজস্ব প্রতিবেদক :
করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে মারা গেল দুই জন। মঙ্গলবার সকালে অর্ধেন্দু দে (৬৫) ও মোহাম্মদ আলী (৬০) নামের এই দুই ব্যক্তি মারা যান। জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আবদুর রব খবরটি নিশ্চিত করেন।
ডা. আবদুর রব বলেন, ৬৫ বছর বয়সী অর্ধেন্দু দে হালিশহর এলাকার বাসিন্দা। তার করোনা উপসর্গ ছাড়াও ডায়াবেটিস ও হাইপারটেনশন ছিল। তিনি মঙ্গলবার সকালে হাসপাতালে ভর্তি হয়ে দুপুর ১২টায় আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
অপরদিকে অক্সিজেন এলাকার বাসিন্দা ৬০ বছর বয়সী মোহাম্মদ আলী করোনা উপসর্গসহ ডায়াবেটিস ও হাইপারটেনশন নিয়ে ৭ জুন জেনারেল হাসপাতালে ভর্তি হওয়ার পর আজ (মঙ্গলবার) সকাল সাড়ে ১১টায় মারা যান।
উল্লেখ্য, জেনারেল হাসপাতালের আইসিইউতে প্রতিদিন এক বা দুই জন করে মরছে মানুষ। চট্টগ্রামের বেসরকারি হাসপাতালগুলোতে তেমন একটা ভর্তি নেওয়া হচ্ছে না। সরকারি হাসপাতালের মধ্যে এই হাসপাতালের আইসিইউ একমাত্র ভরসা। অপরদিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চারটি আইসিইউ বেড চালু করা হলেও সেখানে রোগীদের অনেক চাপ। সেখানেও প্রতিদিন গড়ে ১০ থেকে ১২ জন করে মানুষ মারা যাচ্ছে।
এ মুহূর্তের সংবাদ