সুপ্রভাত ডেস্ক »
জুলাই আগস্ট আন্দোলনে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘের স্বাধীন তদন্ত প্রতিবেদন প্রকাশিত হবে। আগামী বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) জেনেভায় অবস্থিত জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ে একটি সংবাদ সম্মেলন করে এটি প্রকাশ করবে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক সংবাদ সম্মেলনটিতে উদ্বোধনী বক্তব্য রাখবেন।
এছাড়া, প্যানেল সদস্য হিসেবে আরও উপস্থিত থাকবেন এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল প্রধান ররি মাঙ্গোভেন, মানবাধিকার কর্মকর্তা জ্যোৎস্না পৌদ্যাল ও প্রধান মুখপাত্র রাভিন শামদাসানি।
ছাত্র-জনতার আন্দোলন কতটা নৃশংসভাবে দমনের চেষ্টা করেছিল পতিত আওয়ামী লীগ সরকার, সে বিষয়ে এক মাস বাংলাদেশে তদন্ত করেছে জাতিসংঘের তথ্যানুসন্ধান দল।
ঢাকা, চট্টগ্রাম ও রংপুরসহ দেশের আটটি বিভাগীয় শহর ঘুরে সহিংসতার শিকার ব্যক্তি, ভুক্তভোগীদের স্বজন এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নেওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের তথ্য-উপাত্ত সংগ্রহ করেছেন তারা।