সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »
সাত মাস কোনো বেতন পরিশোধ করা ছাড়াই জামাল ভূঁইয়াকে খেলিয়েছে আর্জেন্টিনার তৃতীয় শ্রেণির ক্লাব সোল দে মায়ো। এভাবে আর কতদিন! অবশেষে একতরফা সিদ্ধান্ত নেন জামাল। দেড় বছরের চুক্তি ভেঙে আর্জেন্টিনার এই ক্লাব ছেড়ে চলে আসেন তিনি। এরপর নিজের দেশীয় ক্লাব আবাহনী লিমিটেডে যোগ দেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক। ক্লাব ছাড়লেও নিজের পাওনা আদায়ে সোচ্চার ছিলেন জামাল। বকেয়া বেতন পেতে অভিযোগ করেছিলেন আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের (ফিফা) ট্রাইব্যুনালে। অবশেষে জামালের পক্ষে রায় দিয়েছেন ফিফার আদালত। রায়ে জামালকে এক লাখ ৬২ হাজার ৯৮০ ডলার পরিশোধের নির্দেশ দিয়েছেন আদালত। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় এক কোটি ৯১ লাখ টাকা। এ অর্থ জামালের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নির্দেশ দিয়েছেন ফিফার ট্রাইব্যুনাল। অর্থ পরিশোধে সোল দে মায়োকে ৪৫ দিন সময় দিয়েছে ফিফা। ফিফার এই রায়ে বকেয়া বেতনের পাশাপাশি আরও কিছু অর্থ পাচ্ছেন জামাল। বাংলাদেশি এই ফুটবলারকে ঠিকমতো বেতন পরিশোধ না করে সোল দে মায়া যে আইন ভঙ্গ করেছে, সেজন্য তাদের ৭১ হাজার ডলার জরিমানা করেছে ফিফা। এই অর্থও যোগ করা হয়েছে বকেয়া বেতনের সঙ্গে। এছাড়া ৫ শতাংশ সুদও দিতে হয়েছে সোল দে মায়োকে। খবর জাগোনিউজ’র