জামায়াত-শিবিরের মিছিল থেকে হামলা

২ পুলিশ আহত, আটক ২১

নিজস্ব প্রতিবেদক

জুমার নামাজ শেষে আগ্রাবাদ এলাকা থেকে মিছিল বের করে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। মিছিলটি চৌমুহনী আসতেই পুলিশি বাঁধার সম্মুখিন হয়। সঙ্গে সঙ্গে মিছিল থেকে নেতাকর্মীরা ইট-পাটকেল ছুঁড়তে থাকে। এতে দুইজন পুলিশ সদস্যসহ কয়েকজন আহত হয়। ভাঙচুরের শিকার হয় পুলিশের একটি গাড়িসহ মোট দুটি গাড়ি। পরে পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হলে ২১ জন জামায়াত শিবিরের নেতাকর্মীকে আটক করা হয়।
গতকাল শুক্রবার দুপুরে ডবলমুরিং থানার চৌমুহনী মোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন নগর পুলিশের পশ্চিম জোনের উপ-কমিশনার জসিম উদ্দিন।
তিনি বলেন, ‘জুমার নামাজ শেষে আগ্রাবাদ থেকে জামায়াত শিবিরের নেতাকর্মীরা জড়ো হয়ে একটি মিছিল বের করে। মিছিল থেকে তারা পুলিশের গাড়িতে অতর্কিত হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করে। এতে ডবলমুরিং থানার সিনিয়র সহকারী কমিশনার মুকুল চাকমা ও কনস্টেবল মো. মুসা আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে অভিযান চালিয়ে ২১ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জুমার নামাজ শেষে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা জড়ো হয়ে আগ্রাবাদ মোড় থেকে মিছিল শুরু করে। মিছিলটি চৌমুহনী মোড় এলাকায় এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে জামায়াতের নেতারা বক্তব্য রাখেন। সমাবেশ শেষে ফেরার পথে জামায়াত-শিবিরের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধে। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। একপর্যায়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে।